নিরাপত্তা গ্যারান্টি নিয়ে ন্যাটো ও ইইউর জবাব ‘অবমাননাকর’: রাশিয়া
(last modified Sat, 12 Feb 2022 05:07:59 GMT )
ফেব্রুয়ারি ১২, ২০২২ ১১:০৭ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার নিরাপত্তা গ্যারান্টির দাবির জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যে যৌথ প্রতিক্রিয়া জানিয়েছে তাকে ‘অবমাননাকর ও অন্তঃসারশূন্য’ বলে অভিহিত করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ন্যাটো ও ইইউভুক্ত প্রতিটি দেশকে আলাদা আলাদা চিঠি দিয়ে ‘সামষ্টিক নিরাপত্তা’র ব্যাপারে এসব দেশের উপলব্ধি জানতে চেয়েছিলেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিটি দেশ আলাদাভাবে ওই চিঠির জবাব দেয়নি বরং এর পরিবর্তে ন্যাটোর মহাসচিব ও ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান এ ব্যাপারে প্রতিক্রিয়া জানান। অথচ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ওই দুই কর্মকর্তাকে কোনো চিঠিই দেননি। ওই মন্ত্রণালয় এই আচরণকে ‘অবমাননাকর’ আখ্যায়িত করে বলেছে, “এ ধরনের  পদক্ষেপ কূটনৈতিক অশিষ্টাচার ও আমাদের অনুরোধের প্রতি অবমাননা ছাড়া আর কিছু হতে পারে না।” 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে এই মর্মে মিথ্যা প্রচারণা শুরু করেছে যে, দেশটি ইউক্রেনে আগ্রাসন চালাতে চায়।এই প্রচারণার মাধ্যমে পশ্চিমা দেশগুলো আসলে তাদের রাশিয়া-অভিমুখী আগ্রাসী আচরণ আড়াল করতে চায়।

ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করা সত্ত্বেও রাশিয়া বলেছে, ইউক্রেন দখল করা বা দেশটিতে হামলা চালানোর কোনো ইচ্ছে তার নেই। সম্প্রতি গণমাধ্যমে এই খবর বেরিয়েছিল যে, রাশিয়া পাশ্চাত্যের কাছে এই গ্যারান্টি চেয়েছে যে, পূর্বদিকে ন্যাটো জোটের বিস্তার রোধ করা হবে এবং ইউক্রেনকে এই জোটের অন্তর্ভুক্ত করা হবে না। পরবর্তীতে জানানো হয়, ন্যাটো ও ইইউ রাশিয়াকে এ ধরনের কোনো গ্যারান্টি দিতে অস্বীকৃতি জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১২

ট্যাগ