একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
(last modified Thu, 26 May 2016 12:38:09 GMT )
মে ২৬, ২০১৬ ১৮:৩৮ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৬ মে বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকা:


হিন্দু ব্যবসায়ী হত্যার দায় স্বীকার আইএসের- যুগান্তর

খালেদাকে গ্রেপ্তারের পরিণাম ভালো হবে না : মির্জা আব্বাস - কালের কন্ঠ

শিক্ষক লাঞ্ছনার তদন্ত প্রতিবেদন অ্যাটর্নি কার্যালয়ে জমা- সমকাল

সুইফট কোড ব্যবহার করে চুরি হয় সোনালী ব্যাংকের আড়াই লাখ ডলার-মানবজমিন

মমতাকে ২০ কেজি ইলিশ উপহার শেখ হাসিনার -বাংলাদেশ প্রতিদিন

‘লাঞ্ছিত শিক্ষক শ্যামলের পদত্যাগপত্র আদায় জোর করে’- ইত্তেফাক

চলমান ইউপি নির্বাচন ইতিহাসের সবচেয়ে মন্দ নজির : সুজন -নয়া দিগন্ত

৫৪ ধারা নিয়ে আতঙ্কে ওসিরা-মানবকন্ঠ

সহকর্মীর শ্লীলতাহানি মোরেলঞ্জের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত-ইনকিলাব

একাদশে ভর্তি, এসএমএসে ফি শোধে বিড়ম্বনা-জনকন্ঠ


কোলকাতা:


জাতীয় সঙ্গীত অবমাননা, দুই কাশ্মীরি সাংবাদিককে বার করে দিল সেনা- আনন্দবাজার

কেন্দ্রীয় নেতারা থাকলেও শপথে নেই রাজ্য বিজেপি- সংবাদ প্রতিদিন

চিনা নেতাদের কড়া কথাই শোনাবেন প্রণব-এইসময় অনলাইন

চাপে পড়ে মমতার পাশে থাকছেন গুরুং- দৈনিক আজকাল

শিশুর মৃত্যু, উত্তেজনা শিশুসদনে-বর্তমান


পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশে বিভিন্ন ব্যাংকে নানাভাবে লুটপাটের খবর প্রায় প্রতিদিনের দৈনিকগুলোতে বিশেষভাবে ছাপা হয়। এ সম্পর্কে আজকের যুগান্তরসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকের খবরের শিরোনাম-


রিজার্ভ চুরি: একইভাবে চুরি হয়েছিল সোনালী ব্যাংকের টাকা-যুগান্তর

খবরে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশের ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার রিজার্ভ যেভাবে চুরি হয়েছে তার সঙ্গে ২০১৩ সালের সোনালী ব্যাংকের অর্থ চুরির ধরনের মিল রয়েছে। আইনশৃঙ্খলাবাহিনীর এক উচ্চ পদস্থ কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোনালী ব্যাংকের আড়াই লাখ ডলার চুরিতে সুইফটের মাধ্যমে ভুয়া বার্তা পাঠানো হয়েছিল। তবে অর্থ চুরির বিষয়টি বাংলাদেশের বাইরে তেমন বিস্তারিতভাবে জানানো হয়নি।

সোনালী ব্যাংকের অর্থ চুরির ঘটনায় ব্যাংকটির দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হলেও পরে কোনো মামলা ছাড়াই তারা মুক্তি পায়। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত রয়টার্সকে বলেছেন, অর্থ চুরির ঘটনায় জড়িত চক্রটি বড় হতে পারে। চুরি যাওয়া কোনো অর্থই উদ্ধার করা যায়নি। আমরা বুঝতে পারিনি, কীভাবে ঐ অর্থ চুরির ঘটনা ঘটেছে।

ব্যাংকের অর্থ লোপাট নিয়ে কালের কন্ঠের খবরের শিরোনাম এরকম-


ব্যাংকের অর্থ লোপাটকারীদের রেহাই নেই-কালের কন্ঠ

সরকারি-বেসরকারি ব্যাংকের অর্থ লোপাটকারীদের রেহাই নেই বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ব্যাংকের অর্থ লোপাটকারী যেই হোক, জনগণের অর্থ যারা নিয়ে গেছে তাদের ছাড়া যাবে না। ছাড়বো না, এ নিশ্চয়তা দিচ্ছি। তিনি বলেন, জনগণকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। জনগণের আমানত যারা খেয়ানত করে, সেই খেয়ানতকারীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। অর্থ লোপাটকারীরা কেমন ক্ষমতাধর ব্যক্তি, তাদের মুখোশ উন্মোচন করতে চাই।

দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে- এ সম্পর্কে সুজন একটি সংবাদ সম্মেলন করেছে। সুজনের সংবাদ সম্মেলনের খবরটি আজকের সবগুলো জাতীয় দৈনিকে ছাপা হয়েছে। এ সম্পর্কে দৈনিক নয়া দিগন্তের শিরোনাম-


ইউপি নির্বাচনে সহিংসতায় নিহত ১০১ : সুজন-নয়া দিগন্ত

খবরে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম চার ধাপে এখন পর্যন্ত নির্বাচনী সহিংসতায় ১০১ জন নিহত হয়েছে। বাংলাদেশে অতীতের যেকোনো ইউপি নির্বাচনের চেয়ে এই নির্বাচনে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সুজনের দাবি, এর আগে ১৯৮৮ সালের নির্বাচন সবচেয়ে বেশি সহিংসতাপূর্ণ ও প্রাণঘাতী ছিল। ওই নির্বাচনে ৮০ জনের প্রাণহানি হয়। ২০১১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ইউপি নির্বাচনে ১০ জনের প্রাণহানি হয়। ২০০৩ সালে বিএনপি সরকারের আমলে ২৩ জন মারা যায়।

এবার একটু রাজনৈতিক খবরের দিকে দৃষ্টি দেব। কালের কন্ঠের শিরোনাম


পলায়নের মাধ্যমে পতন ঘটবে সরকারের : নোমান-কালের কন্ঠ

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারের পতন কখনো গণতান্ত্রিক পন্থায় হবে না, পলায়নের মাধ্যমে এ দেশ থেকে তাদের পতন ঘটবে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঘুরে দাঁড়াও বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। সরকারের উদ্দেশে তিনি বলেন, বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে দিচ্ছেন। এদের বেশিদিন কারাগারে আটকিয়ে রাখতে পারবেন না। কারাগার তো রাজনীতিবিদদের জন্য। জনগণ তাদের ছাড়িয়ে আনবে। আজ যারা মিথ্যা মামলা দিয়ে গুম-গ্রেপ্তার করছেন, একদিন তাদের ঠিকানা হবে কারাগার।


প্রতিবন্ধীদের জন্য ৩১৪৮ কোটি টাকা বরাদ্দের দাবি-ইত্তেফাক

২০১৬-১৭ সালের বাজেটে দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে ১৪টি মন্ত্রণালয়ের কর্মসূচিতে ৩ হাজার ১৪৮ কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে লিখিত এই দাবি তুলে ধরা হয়।

এদিকে এ সম্পর্কে অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া ছাপা হয়েছে বিভিন্ন দৈনিকে।কালের কন্ঠের শিরোনাম-


আমি নিজেও একজন প্রতিবন্ধী : অর্থমন্ত্রী-কালের কন্ঠ

মন্ত্রণালয়ভিত্তিক বাজেট বরাদ্দসহ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দের দাবির জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমি নিজেও একজন প্রতিবন্ধী। আমার বয়স হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় প্রতিবন্ধী ফোরামের নেতাকর্মীরা অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অর্থমন্ত্রীর কাছে লিখিত দাবি-দাওয়া পেশ করেন ফোরামের নেতাকর্মীরা। ওই দাবির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী উল্লিখিত মন্তব্য করেন।

বাংলাদেশে বর্তমান শিক্ষার মান নিয়ে সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক উঠেছে। সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এমসিকিউ প্রশ্নপত্র। এ সম্পর্কে দৈনিক প্রথম আলোর প্রতিবেদনের শিরোনাম-


এমসিকিউ তুলে দেয়ার পরামর্শ শিক্ষাবিদদের-প্রথম আলো

দেশের পরীক্ষা থেকে বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) উঠিয়ে দেয়ার পরামর্শ দিয়েছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদেরা। একই সঙ্গে তারা নোট, গাইডবই বন্ধ, শিক্ষাক্রম সংশোধন করে বইগুলো সহজভাবে তৈরি, প্রশ্নব্যাংক তৈরি করে সেখান থেকে পরীক্ষা নেয়াসহ আরও বেশ কিছু সুপারিশ করেছেন।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় শিক্ষাবিদেরা এসব পরামর্শ দেন। বর্তমানে পরীক্ষার প্রশ্ন দুই ভাগে করা হয়। এর মধ্যে ১০০ নম্বরের পরীক্ষায় ৪০ নম্বর এমসিকিউ এবং ৬০ নম্বর সৃজনশীল পরীক্ষা হয়। তবে সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী বছর থেকে এমসিকিউ ১০ নম্বর কমানো হবে। শিক্ষাবিদদের পরামর্শের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাবিদদের এই পরামর্শ অনুযায়ী তাঁরা এখন কর্মপন্থা ঠিক করবেন।


পাঠক ! বাংলাদেশের পর এবার ভারতের গুরুত্বপূর্ণ খবরের চুম্বক অংশ তুলে ধরছি।


প্রতিহিংসা নয়, রাজধর্মে ফিরুন-আনন্দবাজার

নির্বাচনে বিপুল জয় পেয়েছে যে দল, সেই দলের কাছ থেকে এই আচরণ কিছুতেই কাম্য নয়। নির্বাচনের ফল ঘোষণার পরমুহূর্ত থেকেই প্রতিহিংসার দাপাদাপি গোটা রাজ্যে। প্রতিহিংসা একেবারে তৃণমূল স্তর থেকে শীর্ষ মহল পর্যন্ত। গ্রামের বুথে বুথে, শহরের ওয়ার্ডে ওয়ার্ডে বিরোধী দলের নেতা-কর্মী-সমর্থকদের ‘শিক্ষা দেওয়া’র মহান ব্রত মাথায় তুলে নিয়ে উন্মত্তের মতো ঝাঁপিয়ে পড়েছে শাসক দল। রোজ প্রতিহিংসার খবর আসছে।

খবরটিতে আরো বলা হয়েছে, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পদক্ষেপেও প্রতিহিংসার ছায়াপাত যেন। অপছন্দের আইএএস, আইপিএসদের শায়েস্তা করার পালা শুরু হয়েছে।তবে ১৯ মে দুপুরের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূলের নন, গোটা রাজ্যের নেত্রী। এই ভূমিকার কথা বিস্মৃত হলে চলবে কী করে?

তাই-রাজধর্মে ফেরার সময় হয়েছে। এক জন নাগরিকও যদি নিজেকে প্রান্তিক মনে করেন, তা হলে তা প্রশাসকের লজ্জা। পক্ষ ত্যাগ করে রাজধর্মে ফিরুন মমতা।


১৪ আমলা, ১৬ পুলিশকর্তার বদলি: পশ্চিম মেদিনীপুরের এসপি ভারতী ঘোষই-বর্তমান

গত ৪ মার্চ নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের পর পক্ষপাতিত্বের অভিযোগে একের পর এক আমলা ও পুলিশ কর্তাকে অপসারণ করে কমিশন। তাতে বেজায় চটে যান মমতা। কমিশনের সেই নির্দেশ মেনে দফায় দফায় মোট ৬৮ জনকে বদলি করা হয়। কিন্তু সেই সময় মমতা জানিয়ে দিয়েছিলেন, ভোট মিটলেই তাঁদের পুনর্বহাল করা হবে। কথা রাখলেন মমতা।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬

ট্যাগ