দোনবাসের স্বীকৃতির পর তেলের দাম বেড়েছে
https://parstoday.ir/bn/news/world-i104204-দোনবাসের_স্বীকৃতির_পর_তেলের_দাম_বেড়েছে
ইউক্রেনের দোনবাস অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকৃতি দেয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। আজ (মঙ্গলবার) ব্রেন্ট ক্রুড-এর দাম প্রতি ব্যারেল ৯৯.৩৮ ডলারে পৌঁছেছে। তেলের এই দাম গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২২ ১৭:০০ Asia/Dhaka
  • তেলের দাম বাড়ছে
    তেলের দাম বাড়ছে

ইউক্রেনের দোনবাস অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকৃতি দেয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। আজ (মঙ্গলবার) ব্রেন্ট ক্রুড-এর দাম প্রতি ব্যারেল ৯৯.৩৮ ডলারে পৌঁছেছে। তেলের এই দাম গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

এদিকে, লন্ডনের শেয়ারবাজারে দিনের শুরুতে ১.৪ ভাগ দরপতন ঘটেছে। এছাড়া এশিয়া এবং আমেরিকার স্টক এক্সচেঞ্জও ক্ষতির মুখে পড়েছে।

গতরাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দোনবাস অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেন। তার এ ঘোষণার পর আমেরিকা ও ব্রিটেনসহ তাদের পশ্চিমা মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে।

আন্তর্জাতিক বাজারে শেয়ার সূচকের পতন

রাশিয়া হচ্ছে সৌদি আরবের পর আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বড় তেল সরবরাহ কারী দেশ। এছাড়া, রাশিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়ার উপর যদি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চাপানো হয় তাহলে তেল ও গ্যাসের দাম আরও বেড়ে যাবে। এতে চলতি শীত মৌসুমে ইউরোপ এবং আমেরিকা জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে।#

পার্সটুডে/এসআইবি/২২