তবে কি তালেবানের বিষয়ে মার্কিন অবস্থানে পরিবর্তন হচ্ছে?
https://parstoday.ir/bn/news/world-i104222-তবে_কি_তালেবানের_বিষয়ে_মার্কিন_অবস্থানে_পরিবর্তন_হচ্ছে
তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়ার ছয় মাস পর আফগানিস্তান বিষয়ক মার্কিন প্রতিনিধি তালেবানের সঙ্গে অব্যাহত যোগাযোগ এবং আফগানদের মধ্যে সংলাপকে সর্বোত্তম পন্থা হিসেবে অভিহিত করেছেন। কেননা এতে আফগানিস্তানের সব পক্ষ এবং আন্তর্জাতিক সমাজের স্বার্থ রক্ষিত হবে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২২ ১৯:৩২ Asia/Dhaka

তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়ার ছয় মাস পর আফগানিস্তান বিষয়ক মার্কিন প্রতিনিধি তালেবানের সঙ্গে অব্যাহত যোগাযোগ এবং আফগানদের মধ্যে সংলাপকে সর্বোত্তম পন্থা হিসেবে অভিহিত করেছেন। কেননা এতে আফগানিস্তানের সব পক্ষ এবং আন্তর্জাতিক সমাজের স্বার্থ রক্ষিত হবে।

আফগানিস্তান বিষয়ক মার্কিন দূত টমাস ওয়েস্ট বলেছেন, তালেবানের অস্থায়ী সরকারের বিকল্প দেখতে হলে আফগানদের মধ্যে জাতীয় সংলাপের প্রয়োজন রয়েছে যে ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেয়া হয়নি। আফগানিস্তানের শাসন ক্ষমতায় অবশ্যই সেদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন থাকতে হবে উল্লেখ করে মার্কিন প্রতিনিধি আরো বলেছেন, 'এমনকি আফগানিস্তানের কোনো দফতরে পরিচালনা পদে একজন নারীও নেই।

এ ছাড়া, বেশিরভাগ সরকারি পদ বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে অথচ সেসব জায়গায় বিশেষজ্ঞ বা দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের প্রয়োজন রয়েছে'। তিনি আরো বলেছেন, আফগানিস্তানের শিক্ষা প্রশিক্ষণ ক্ষেত্র  উন্নয়নে যে কথাবার্তা চলছে তাতে আশার আলো দেখা দিলেও তালেবান শাসনের বিষয়ে এখন পর্যন্ত কোনো ফলাফলে পৌঁছা সম্ভব হয়নি।

পর্যবেক্ষকরা বলছেন, তালেবানের সঙ্গে অব্যাহত যোগাযোগের উপকারিতা সম্পর্কে আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধির এ বক্তব্য থেকে বোঝা যায় আফগানিস্তানে তালেবান শাসনের ব্যাপারে হোয়াইট হাউজ ইতিবাচক মনোভাব পোষণ করে।

গত আগস্ট মাস থেকে তালেবান আফগানিস্তান শাসন করে আসছে। এরপর এই প্রথম আমেরিকার কোনো কর্মকর্তা তালেবানের সঙ্গে কূটনৈতিক সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয় কথা উল্লেখ করে বক্তব্য দিলেন। এর আগে ধারণা করা হচ্ছিল আমেরিকার বিভিন্ন দাবিদাওয়া পূরণ করা না হলে তালেবান শাসনকে তারা কোনোভাবেই স্বীকৃতি দেবে না। কিন্তু এখন তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে ওই নীতি থেকে তারা সরে এসেছে। মার্কিন এ কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত অস্থায়ী সরকারকে অবশ্যই জাতীয় সংলাপের মাধ্যমে স্থায়ী ও  অংশগ্রহণমূলক সরকার ব্যবস্থায় প্রবর্তন করতে হবে। তার এ বক্তব্য থেকে একটি টেকসই সরকার গঠনে তালেবানের প্রতি হোয়াইট হাউজের সবুজ সংকেত হিসেবে দেখা হচ্ছে।

বাস্তবতা হচ্ছে, গত প্রায় ছয় মাসে তালেবান নীতিতে কোনো পরিবর্তন না আসলেও তাদের সঙ্গে সংলাপের ব্যাপারে মার্কিন নীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। অথচ আমেরিকা ও তার পাশ্চাত্যের মিত্ররা বহুবার আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠার কথা বলে আসলেও তালেবান এখন পর্যন্ত সে বিষয়টি উপেক্ষা করে এসেছে। এ অবস্থায় ধারণা করা হচ্ছে মার্কিন প্রতিনিধির এ বক্তব্য থেকে বোঝা যায় তারা আসলে তালেবানের সঙ্গে বিরোধ মেটানোর চেষ্টা করছে। তাই প্রশ্ন উঠেছে তবে কি তালেবানের বিষয়ে মার্কিন অবস্থানে পরিবর্তন হচ্ছে? #       

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।