ঐতিহাসিক পারমাণবিক কেন্দ্র চেরনোবিল দখল করলো রাশিয়া
-
চেরনোবিল পারমাণবিক কেন্দ্র
মস্কোর উত্তরে অবস্থিত ইউক্রেনের ঐতিহাসিক চেরনোবিল পারমাণবিক শক্তি কেন্দ্রটি দখল করে নিয়েছে। পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম দিনেই রাশিয়া চেরনোবিল পরমাণু স্থাপনা দখল করে নেয়।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলইয়ক জানান, গতকাল (বৃহস্পতিবার) ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে তুমুল আক্রমণের পর কেন্দ্রটির নিয়ন্ত্রণ নেয় রাশিয়ার বাহিনী। তবে সেখানকার নিরাপত্তা বিষয়টি কোন পর্যায়ে রয়েছে তা পরিষ্কার নয়।
এ ঘটনার কয়েক ঘন্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা করেছিলেন যে, রুশ সামরিক বাহিনী পারমাণবিক বিপর্যয়ের স্থান চেরনোবিল দখল করার চেষ্টা করছে।
সাবেক সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ১৯৮৬ সালেল ২৬ এপ্রিল ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনাটি ঘটে। ওই দিনটি ‘চেরনোবিলের বিপর্যয়’ হিসেবে পরিচিত। চেরনোবিল বর্তমান ইউক্রেনের অন্তর্ভুক্ত। এই পারমাণবিক দুর্ঘটনাকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ও বিপর্যয় হিসেবে গণ্য করা হয়।
গতকাল সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সামরিক বাহিনীকে পূর্ব ইউক্রেনের দনবাস এলাকায় অভিযান চালানোর নির্দেশ দেন। এরপর রুশ বাহিনী সকাল থেকেই পূর্ব ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে।#
পার্সটুডে/এসআইবি/২৫