ইউক্রেনের গ্যাস স্থাপনায় রাশিয়ার ব্যাপক হামলা; আমেরিকাকে পুতিনের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i152626-ইউক্রেনের_গ্যাস_স্থাপনায়_রাশিয়ার_ব্যাপক_হামলা_আমেরিকাকে_পুতিনের_হুঁশিয়ারি
পার্সটুডে- ইউক্রেন ঘোষণা করেছে, রাশিয়া তাদের গ্যাস উৎপাদন স্থাপনাগুলোর ওপর সবচেয়ে বড় রাতের হামলা চালিয়েছে। পার্সটুডে'র প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের জাতীয় তেল ও গ্যাস কোম্পানি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, রুশ সেনারা ইউক্রেনের গ্যাস উৎপাদন অবকাঠামোর ওপর সর্বাত্মক হামলা চালিয়েছে।
(last modified 2025-10-04T12:59:37+00:00 )
অক্টোবর ০৪, ২০২৫ ১৪:৪৩ Asia/Dhaka
  • পুতিন
    পুতিন

পার্সটুডে- ইউক্রেন ঘোষণা করেছে, রাশিয়া তাদের গ্যাস উৎপাদন স্থাপনাগুলোর ওপর সবচেয়ে বড় রাতের হামলা চালিয়েছে। পার্সটুডে'র প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের জাতীয় তেল ও গ্যাস কোম্পানি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, রুশ সেনারা ইউক্রেনের গ্যাস উৎপাদন অবকাঠামোর ওপর সর্বাত্মক হামলা চালিয়েছে।

কোম্পানির বোর্ড চেয়ারম্যান সের্গেই কোরিৎস্কি বলেছেন, এই হামলার ফলে তাদের স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে এবং কিছু স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, প্রায় ৩৫টি ক্ষেপণাস্ত্র এবং ৬০টি ড্রোন উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ ও মধ্যাঞ্চলীয় পোলতাভা অঞ্চলের স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এর মধ্যে কিছু ড্রোন সফলভাবে ভূপাতিত করা সম্ভব হলেও অন্যগুলোকে আটকানো যায়নি।

অন্যদিকে, রুশ সেনারা ঘোষণা করেছে, তারা ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্সকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সাহায্যে নিশানা করেছে। রাশিয়া আরও জানিয়েছে, ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্কও রাতের এই হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছে।

রাশিয়ার ড্রোন হামলায় ফরাসি সাংবাদিক নিহত

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ফরাসি সাংবাদিক ও আলোকচিত্রী অ্যান্টনি লেলিকান শুক্রবার ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত হয়েছেন। ৩৮ বছর বয়সী এই সাংবাদিক ২০১৮ সাল থেকে সংবাদ সংস্থার সঙ্গে কাজ করছিলেন এবং হামলার সময় তিনি ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রন তাকে “রাশিয়ার ড্রোন হামলার শিকার” বলে উল্লেখ করেছেন।

আমেরিকাকে পুতিনের হুঁশিয়ারি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন- আমেরিকা যদি ইউক্রেনকে দূরপাল্লার “টমাহক” ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তাহলে তা রাশিয়া ও আমেরিকার মধ্যে সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধির “নতুন এক ধাপের” সূচনা হবে। এর আগে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এই সপ্তাহে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগন ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে রাশিয়ার ভূখণ্ডে আক্রমণের জন্য ইউক্রেনকে সহায়তা করার অনুমতি দিয়েছেন।

ইউক্রেনে ড্রোন উৎপাদনে আমেরিকার গোপন সহায়তা

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বহু বছর ধরে—এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলেও—আমেরিকা ইউক্রেনের ড্রোন উৎপাদনে গোপনে সহায়তা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, “বাইডেন প্রশাসন ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রকল্পকে জোরদার করতে ১.৫ বিলিয়ন ডলার বরাদ্দ করে, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল এমন কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহ, যা ইউক্রেনে উৎপাদন করা সম্ভব ছিল না।

ইউক্রেনীয় সেনারা দীর্ঘদিন ধরে মার্কিন অস্ত্র পাচ্ছিল এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়েও সেই ধারা অব্যাহত রয়েছে।

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৮৫ যুদ্ধবন্দীর বিনিময়

কিয়েভ ও মস্কোর মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার ঘোষণা করেছে, "ইস্তাম্বুলে দুই পক্ষের মধ্যে এর আগে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী কিয়েভ-নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ১৮৫ জন রুশ সেনা দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং এর বিনিময়ে ১৮৫ জন ইউক্রেনীয় বন্দী সেনাকে মুক্তি দিয়েছে। এছাড়াও, এই চুক্তির আওতায় আরও ২০ জন বেসামরিক নাগরিক ফেরত দেওয়া হয়েছে।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।