রাশিয়ার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে ব্যর্থ হয়ে বিষয়টি সাধারণ পরিষদে নেয়ার উদ্যোগ
(last modified Sat, 26 Feb 2022 13:32:51 GMT )
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ১৯:৩২ Asia/Dhaka

ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। শুক্রবার রাতে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১১টি সদস্য দেশ। বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া। আর চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত ভোটদানে বিরত ছিল।

নিরাপত্তা পরিষদে যে কোনো প্রস্তাব পাশ করতে হলে ১৫ সদস্যের মধ্যে অন্তত ৯টি দেশের সমর্থনের প্রয়োজন হয় এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচটি দেশের কেউ বিরোধিতা করতে পারবে না। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ওয়াসিলি নাবাঞ্জিয়া বলেছেন, ইউক্রেন সরকারের রুশ বিরোধী কঠোর অবস্থানের কারণেই রাশিয়া নিরাপত্তা পরিষদে উত্থাপিত নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে। তিনি আরো বলেছেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চায় না কিন্তু দোনবাস অঞ্চলের জনগণকে রক্ষার জন্য এবং ওই এলাকাকে ইউক্রেন থেকে আলাদা করার জন্য সামরিক অভিযান চালাতে হয়েছে।

যেমনটি ধারণা করা হচ্ছিল মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়াকে কোণঠাসা করার এবং রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার চেষ্টা করছে। এ অবস্থায় আমেরিকা ও তার মিত্রদের নিন্দা প্রস্তাবে ভেটো দিয়ে রাশিয়া তাদের সেসব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিল। প্রকৃতপক্ষে, পূর্ব অভিমুখে ন্যাটো জোটের শক্তি বাড়ানোর জন্য পাশ্চাত্যের অব্যাহত চাপ এবং রাশিয়ার প্রতিবেশী দেশগুলোকে বিশেষ করে ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্তির বিষয়ে রাশিয়া বহুবার পাশ্চাত্যকে সতর্ক করে দিয়েছিল। এরপরও আমেরিকা ও তার মিত্ররা রাশিয়াকে দুর্বল, অবরুদ্ধ ও নিয়ন্ত্রণে রাখতে এবং রাশিয়াকে ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা অব্যাহত রাখে।

ইউক্রেনের পাশ্চাত্য ঘেঁষা সরকার ভেবেছিল পাশ্চাত্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো জোটে যোগ দিয়ে রুশ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত হবে। একই সঙ্গে মস্কোর ব্যাপারে তাদের বিদ্বেষী নীতিও চরিতার্থ করতে পারবে। জাতিসংঘে রুশ প্রতিনিধি ওয়াসিলি নাবাঞ্জিয়া বলেছেন, পাশ্চাত্য ইউক্রেনকে এ অঞ্চলে তাদের ভূ-রাজনৈতিক লক্ষ্য অর্জনের গুটি হিসেবে ব্যবহার করছে।

গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, পাশ্চাত্যের কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর পাশ্চাত্য এখন কার্যত রাশিয়ার মোকাবেলায় ইউক্রেনকে একা ফেলে রেখে চেলে গেছে। ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বলেছেন, ন্যাটো ইউক্রেনে কোনো সেনা পাঠাবে না। ন্যাটো জোটের প্রধান আমেরিকাও একই নীতি গ্রহণ করেছে।

পর্যবেক্ষকরা বলছেন, পাশ্চাত্যের দেশগুলো নিরাপত্তা পরিষদে ব্যর্থ হওয়ার পর এখন ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়টি জাতিসংঘ সাধারণ পরিষদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সাধারণ পরিষদে ৫১টি দেশ রয়েছে যাদের বেশিরভাগই হচ্ছে পাশ্চাত্য ও আরবের দেশগুলো। নিরাপত্তা পরিষদে রুশ বিরোধী নিন্দা প্রস্তাবে রাশিয়া ভেটো দেয়ার পরপরই ওই দেশগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, রুশ হামলার বিষয়টি সাধারণ পরিষদেও উত্থাপন করা হবে।  #   

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ