মার্চ ০১, ২০২২ ০৮:০০ Asia/Dhaka
  • রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়
    রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

রাশিয়া যখন ইউক্রেনের রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ গ্রহণ করার প্রচেষ্টা জোরদার করেছে তখন ওই নগরীর বেসামরিক অধিবাসীদের উদ্দেশে বার্তা পাঠিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি সোমবার রাতে কিয়েভের বেসামরিক নাগরিকদের উদ্দেশ করে বলেছে, তারা কিয়েভ-ভ্যাসিলকোভ মহাসড়ক ধরে নিরাপদে ও নির্বিঘ্নে রাজধানী ত্যাগ করতে পারেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়েছে।ম্যাক্সার টেকনোলজিস যখন ইউক্রেনের রাজধানী কিয়েভ অভিমুখে রাশিয়ার সেনাবাহিনীর ৬৫ কিলোমিটার দীর্ঘ সাঁজোয়া বহরের ছবি প্রকাশ করেছে তখন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভবাসীর উদ্দেশে এই বার্তা পাঠাল। বার্তা থেকে বোঝা যায়, কিয়েভ দখলের জন্য ভয়াবহ যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে রাশিয়া এবং সে যুদ্ধে যাতে কোনো বেসামরিক নাগরিকের প্রাণহানি না ঘটে সেজন্য তাদেরকে শহর ত্যাগের আহ্বান জানিয়েছে মস্কো।

পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, কিয়েভ দখল করতে গিয়ে এসব রুশ ট্যাংক ধ্বংস হয়েছে

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “কিয়েভের সকল বেসামরিক নাগরিক কিয়েভ-ভ্যাসিলকোভ মহাসড়ক ধরে নিরাপদে ও নির্বিঘ্নে রাজধানী শহর ত্যাগ করতে পারেন।এই মহাসড়কটি খোলা আছে এবং এটি নিরাপদ। আমরা আরেকবার জোর দিয়ে একথা বলতে চাই যে, রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনী শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।বেসামরিক নাগরিকদের জন্য কেউ হুমকি সৃষ্টি করছে না।”#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ