ভারতের সাবমেরিনের গতিপথ রোধ করল পাকিস্তান
(last modified Thu, 03 Mar 2022 14:09:36 GMT )
মার্চ ০৩, ২০২২ ২০:০৯ Asia/Dhaka
  • ভারতের সাবমেরিনের গতিপথ রোধ করল পাকিস্তান

ভারতের একটি অত্যাধুনিক সাবমেরিন পাকিস্তানের পানিসীমায় প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।নৌবাহিনীর সময়োচিত পদক্ষেপে সাবমেরিনটি ফিরে যেতে বাধ্য হয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী আজ (বৃহস্পতিবার) এ দাবি করেছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বা আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বলেছেন, গত মঙ্গলবার ভারতের কলভেরি ক্লাসের আধুনিক একটি সাবমেরিনকে পানিসীমা লঙ্ঘনের অনুমতি দেয়নি পাকিস্তানের নৌবাহিনীর সাহসী সেনারা। নৌবাহিনীর সার্বক্ষণিক সতর্কাবস্থার কারণে এটা সম্ভব হয়েছে বলে জানান এই সেনা কর্মকর্তা।

ভারতের পক্ষ থেকে সাবমেরিন পাঠানোর উদ্দেশ্য স্পষ্ট নয় বলে তিনি জানিয়েছেন।

বাবর ইখতিখার আরও বলেন, গত পাঁচ বছরের মধ্যে এটি এ ধরণের চতুর্থ ঘটনা। পাঁচ মাস আগেও পাকিস্তান ভারতের একটি সাবমেরিনকে তাদের পানিসীমায় প্রবেশের সময় বাধা দেয়। পাকিস্তানি বাহিনীর বাধার মুখে সাবমেরিনটি গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়।

এর আগে ভারতের আরেকটি সাবমেরিনের গতিপথ রোধ করার খবর দিয়ে পাকিস্তান বলেছিল, তারা চাইলে সাবমেরিনটি ধ্বংস করতে পারত, কিন্তু ইসলামাবাদ শান্তিকামী হওয়ায় তারা তা করেনি।#  

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ