ন্যাটোতে যোগ না দিতে ইউক্রেনের সংবিধান সংশোধন করতে হবে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i104914-ন্যাটোতে_যোগ_না_দিতে_ইউক্রেনের_সংবিধান_সংশোধন_করতে_হবে_রাশিয়া
রাশিয়া বলেছে, ইউক্রেন মস্কোর কিছু শর্ত মেনে নিলে ‘মুহূর্তে মধ্যে’ দেশটিতে সামরিক অভিযান বন্ধ করা হবে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (সোমবার) মস্কোয় বলেন, ইউক্রেনকে নিজের সংবিধানে এমন সংশোধনী আনতে হবে যাতে তার পক্ষে ন্যাটো জোটের মতো কোনো ব্লকে যোগ দেয়া সম্ভব না হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৮, ২০২২ ০৭:৩৭ Asia/Dhaka
  • রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ
    রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ

রাশিয়া বলেছে, ইউক্রেন মস্কোর কিছু শর্ত মেনে নিলে ‘মুহূর্তে মধ্যে’ দেশটিতে সামরিক অভিযান বন্ধ করা হবে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (সোমবার) মস্কোয় বলেন, ইউক্রেনকে নিজের সংবিধানে এমন সংশোধনী আনতে হবে যাতে তার পক্ষে ন্যাটো জোটের মতো কোনো ব্লকে যোগ দেয়া সম্ভব না হয়।

তিনি রাশিয়ার অন্যান্য শর্ত তুলে ধরে বলেন, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ এবং দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে ইউক্রেনকে। সোমবার যখন ইউক্রেনের সঙ্গে রাশিয়া তৃতীয় দফা শান্তি আলোচনায় বসতে যাচ্ছিল তখন পেসকভ এসব পূর্বশর্ত ঘোষণা করেন। সোমবারের আলোচনায় দৃশ্যত তেমন কোনো অগ্রগতি অর্জিত হয়নি এবং উভয়পক্ষ আরো আলোচনা করার কথা ঘোষণা করেছে।

ক্রেমলিনের মুখপাত্র পেসকভ আরো বলেন, ইউক্রেনকে ‘নিরস্ত্রিকরণের’ যে অভিযান রাশিয়া চালাচ্ছে তা ‘যেকোনো মুহূর্তে’ বন্ধ করে দেয়া হবে যদি তার দেশের এই শর্তগুলো  ইউক্রেন মেনে নেয়। তিনি স্পষ্ট করে বলেন, ইউক্রেনের আর কোনো ভূখণ্ডকে নিজের বলে দাবি করবে না মস্কো।

রাশিয়া ২০১৪ সালের মার্চ মাসে ক্রিমিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত এক গণভোটের ফলাফল অনুযায়ী ওই প্রজাতন্ত্রকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে। এছাড়া, গতমাসে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষী অধ্যুষিত দুই অঞ্চল দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিয়েছে রাশিয়া।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।