‘পাকিস্তানে শিয়া মুসলমান হত্যার অবসান হচ্ছেই না’
https://parstoday.ir/bn/news/world-i105246-পাকিস্তানে_শিয়া_মুসলমান_হত্যার_অবসান_হচ্ছেই_না’
পাকিস্তানে শিয়া মুসলমানদের ওপর হত্যাযজ্ঞ অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গতকাল (সোমবার) এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেছেন মজলিসে ওয়াহাদাতে মুসলিমিনের নেতারা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৫, ২০২২ ১৭:৫৩ Asia/Dhaka
  • হত্যাকাণ্ডের শিকার শিয়া মুসলমানদের লাশ নিয়ে শোক ও প্রতিবাদ (ফাইল ফটো)
    হত্যাকাণ্ডের শিকার শিয়া মুসলমানদের লাশ নিয়ে শোক ও প্রতিবাদ (ফাইল ফটো)

পাকিস্তানে শিয়া মুসলমানদের ওপর হত্যাযজ্ঞ অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গতকাল (সোমবার) এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেছেন মজলিসে ওয়াহাদাতে মুসলিমিনের নেতারা।

তারা অভিযোগ করেন, পাকিস্তানে শিয়া মুসলমানেরা টার্গেটেড কিলিংয়ের শিকার। প্রশাসনের উদাসীনতার জন্য হত্যাকারীরা ধরা-ছোঁয়ার বাইরে থাকে অথবা সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টিকারীরা শিয়া মুসলমানদের বিরুদ্ধে ঘৃণার বিষ ছড়িয়ে দেয়াকে অনুমোদন করে।   

সংবাদ সম্মেলনে ওয়াহাদাতে মুসলিমিনের নেতারা আরো বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার সমাজ থেকে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর ঘটনা নির্মূল করতে নিদারুনভাবে ব্যর্থ হয়েছে।  

সম্প্রতি পেশোয়ার শহরের একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলার পর করাচি শহরের একজন শিয়া নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এতে আশংকা ছড়িয়ে পড়েছে যে, পাকিস্তানে নতুন করে শিয়া মুসলমানদের ওপর টার্গেটেড কিলিং মিশন পরিচালনা করা হচ্ছে। শিয়া সম্প্রদায়ের লোকজন বলছেন, তারা দেশে কোনোভাবেই নিজেদেরকে নিরাপদ ভাবতে পারছেন না। গত তিন দশক ধরে পাকিস্তানে শিয়া মুসলমানেরা ব্যাপকভাবে দমন-পীড়ন ও হত্যাযজ্ঞের শিকার।#

পার্সটুডে/এসআইবি/১৫