নিরুত্তাপ নির্বাচন; কেন ইরাকি শিয়া জোট আবারও মালিকির কাছে গেল?
https://parstoday.ir/bn/news/west_asia-i156424-নিরুত্তাপ_নির্বাচন_কেন_ইরাকি_শিয়া_জোট_আবারও_মালিকির_কাছে_গেল
পার্সটুডে-ইরাকি শিয়া সমন্বয় কাঠামো এক বিবৃতি দিয়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে "নুরি আল-মালিকি"কে মনোনয়নের ঘোষণা দিয়েছে। সেইসাথে রাষ্ট্রপতি নির্বাচন এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার জন্য একটি বিশেষ সংসদীয় অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছে।
(last modified 2026-01-25T11:19:04+00:00 )
জানুয়ারি ২৫, ২০২৬ ১৭:০৭ Asia/Dhaka
  • ইরাকি প্রধানমন্ত্রী হিসেবে
    ইরাকি প্রধানমন্ত্রী হিসেবে "নুরি আল-মালিকি" কে নির্বাচন

পার্সটুডে-ইরাকি শিয়া সমন্বয় কাঠামো এক বিবৃতি দিয়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে "নুরি আল-মালিকি"কে মনোনয়নের ঘোষণা দিয়েছে। সেইসাথে রাষ্ট্রপতি নির্বাচন এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার জন্য একটি বিশেষ সংসদীয় অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনের জন্য একটি বিশেষ সংসদীয় অধিবেশনের তারিখ এগিয়ে আসার সাথে সাথে ইরাকের রাজনৈতিক আন্দোলন একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এই প্রেক্ষাপটে, "সমন্বয় কাঠামো" নামে পরিচিত শিয়া জোট, নিবিড় আন্তঃগোষ্ঠী পরামর্শের পর, "নুরি আল-মালিকি" কে প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তারা আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তও ঘোষণা করেছে যে, এমন একটি পদক্ষেপ যা ভবিষ্যতের মন্ত্রিসভা গঠনের পথ অনেকাংশে নির্ধারণ করতে পারে।

মালিকিকে মনোনয়নের ব্যাপারে সমন্বয় কাঠামোর অভ্যন্তরে আপেক্ষিক ঐকমত্য

সমন্বয় কাঠামোর বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় জোটের বৈঠকে, ব্যাপক রাজনৈতিক ও নিরাপত্তা গবেষণার পর, বেশিরভাগ সদস্য নির্বাহী ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতা এবং সংবেদনশীল অভ্যন্তরীণ ও আঞ্চলিক পরিস্থিতি বিবেচনা করে "নুরি আল-মালিকি" কে প্রধানমন্ত্রী পদের জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে উপস্থাপন করেন। বিবৃতিতে সাংবিধানিক সময়সূচী মেনে চলা এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের একটি বিশেষ অধিবেশন আয়োজনের প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়েছে, কারণ রাষ্ট্রপতিকে সরকার গঠনের জন্য বৃহত্তম দলের প্রার্থী নিয়োগ করতে হবে।

ইরাকি সরকারী সূত্রও কয়েক ঘন্টা পর ঘোষণা করেছে যে দেশটির সংসদ চলতি সপ্তাহের বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি অধিবেশন আয়োজনের কথা রয়েছে। ওই অধিবেশনে সাম্প্রতিক মাসগুলোর রাজনৈতিক অচলাবস্থা ভাঙার ক্ষেত্রে একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ হতে পারে।

প্রধানমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য ইরাকি শিয়া সমন্বয় কাঠামোর সভা

গুরুত্বপূর্ণ পর্যায়ে অভিজ্ঞতার ভূমিকার ওপর জোর

সমন্বয় কাঠামোর সদস্য বাকির আস-সাদির মতে, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নুরি আল-মালিকিকে সমর্থন করার বিষয়ে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং আগামী দিনে তার প্রার্থিতার প্রতি সমর্থনের একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে। আস-সাদি জটিল আঞ্চলিক পরিস্থিতি, অর্থনৈতিক চাপ এবং নিরাপত্তা চ্যালেঞ্জগুলোকে এমন কারণ হিসেবে উল্লেখ করেছেন যার জন্য, তার মতে, সরকারের প্রধানের পদে ব্যাপক অভিজ্ঞতা এবং পটভূমি সম্পন্ন ব্যক্তিত্বের উপস্থিতি প্রয়োজন। আস-সাদি আরও বলেন: সমন্বয় কাঠামো আসন্ন পর্যায়ের গুরুত্ব সম্পর্কে সচেতন এবং সে অনুযায়ী তারা প্রধানমন্ত্রী প্রার্থী নির্বাচনের জন্য স্পষ্ট মানদণ্ড বিবেচনা করেছে যাতে ভবিষ্যতের সরকার এই গুরুত্বপূর্ণ পর্যায়টি সবচেয়ে কম খরচে অতিক্রম করতে পারে।

বিদেশী খেলোয়াড়দের ভূমিকার মূল্যায়ন

স্বাধীন ইরাকি রাজনীতিবিদ আইদ আল-হিলালিও সমন্বয় কাঠামোর বাস্তববাদী পদ্ধতির কথা উল্লেখ করে বলেন: এই জোট এমন একজন ব্যক্তিত্বকে পরিচয় করিয়ে দিতে বাধ্য যিনি দেশীয় এবং আঞ্চলিক পর্যায়ে সর্বনিম্ন উত্তেজনা সৃষ্টি করবেন। আল-হিলালি ইরাকের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নির্ধারণে সরাসরি মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন, এই সিদ্ধান্তটি বৃহত্তম শিয়া উপদলের মধ্যে ভারসাম্যের কাঠামোর মধ্যেই নেওয়া হবে।#

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন