ভিয়েনা বৈঠক চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে: আইএইএ প্রধান গ্রোসি
https://parstoday.ir/bn/news/world-i105282-ভিয়েনা_বৈঠক_চুক্তির_দ্বারপ্রান্তে_রয়েছে_আইএইএ_প্রধান_গ্রোসি
জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা- আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলো একটি চুক্তির কাছাকাছি উপনীত হয়েছে। তিনি ফ্রান্স২৪ নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৬, ২০২২ ১১:৫৬ Asia/Dhaka
  • আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি
    আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি

জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা- আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলো একটি চুক্তির কাছাকাছি উপনীত হয়েছে। তিনি ফ্রান্স২৪ নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।

আমেরিকার কাছ থেকে লিখিত গ্যারান্টি পাওয়ার যে ঘোষণা রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দিয়েছেন তার প্রতি ইঙ্গিত করে গ্রোসি বলেন, “আমরা চুক্তির দ্বারপ্রান্তে রয়েছি। রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা থেকে সৃষ্ট সমস্যার কারণে ভিয়েনা আলোচনা সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল।”

ল্যাভরভ গতকাল (মঙ্গলবার) মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া আমেরিকার কাছ থেকে যে লিখিত গ্যারান্টি পেয়েছে তা পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তির অন্তর্ভুক্ত করা হবে। আর এই গ্যারান্টি পাওয়ার পর আমি ঘোষণা করছি যে, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে পরমাণু সমঝোতা আবার কার্যকর করার পথে কোনো বাধা রইল না।

মঙ্গলবার মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রীর (বামে) সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব। এ অবস্থায় ভিয়েনা আলোচনায় পূর্বশর্ত আরোপ করে রাশিয়া জানায়, দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইরানের সঙ্গে রাশিয়ার সহযোগিতায় যেন কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয় আমেরিকাকে সে গ্যারান্টি দিতে হবে।

রাশিয়া ওই দাবি জানানোর পর চলতি সপ্তাহের গোড়ার দিকে ভিয়েনা আলোচনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।  রুশ পররাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ বক্তব্য থেকে বোঝা যায়, ওয়াশিংটন মস্কোকে ওই লিখিত গ্যারান্টি দিয়েছে এবং এর ফলে ভিয়েনা সংলাপ শিগগিরই আবার শুরু হতে যাচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।