ইরানের ঐতিহাসিক পাওনা পরিশোধ করতে চায় লন্ডন: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
-
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পাওনা মেটাতে চেষ্টা করা হচ্ছে বলে নতুন করে দাবি করেছে ব্রিটেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, ইরানের ঐতিহাসিক ৫২ কোটি ২০ লাখ ডলার ঋণ পরিশোধের উপায় খুঁজছেন তারা। তবে প্রক্রিয়াটি চূড়ান্ত হয়েছে কি না তা নিশ্চিত করেননি তিনি।
তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করেছি যে, এটি বৈধ দেনা, যা ইরান আমাদের কাছে পায়। আমরা এটি পরিশোধের উপায় খুঁজছি। এ বিষয়ে ব্রিটেনের একটি দল ইরানে রয়েছে বলে জানান এই মন্ত্রী।
ব্রিটেন এর আগেও ইরানের পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু নানা অজুহাতে তা পরিশোধ করা থেকে বিরত থেকেছে।
ইরান ১৯৭৪ ও ১৯৭৬ সালে ব্রিটেনের কাছ থেকে ২৫০টি সাঁজোয়া যান ও দেড় হাজার চিফটেন ট্যাংক কেনার জন্য লন্ডনকে ৫২ কোটি ২০ ডলার পরিশোধ করেছিল। কিন্তু ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর নিষেধাজ্ঞার অজুহাত দেখিয়ে ওই সমরাস্ত্র বিক্রির প্রকল্প স্থগিত করে দেয় ব্রিটিশ সরকার।
আন্তর্জাতিক আদালত ২০০৮ সালে এ ঘটনায় ব্রিটিশ সরকারকে ভর্ৎসনা করে ইরানের অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি তেহরানকে ক্ষতিপূরণ দেওয়ার জন্যও লন্ডনের প্রতি আহ্বান জানিয়েছে।#
পার্সটুডে/এসএ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।