১১ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের ঘোষণা রাশিয়ার; ২০০ রুশ সেনাকে হত্যার দাবি
https://parstoday.ir/bn/news/world-i105350-১১_প্রতিরক্ষা_ব্যবস্থা_ধ্বংসের_ঘোষণা_রাশিয়ার_২০০_রুশ_সেনাকে_হত্যার_দাবি
ইউক্রেনের ১১টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযান সংক্রান্ত এক প্রতিবেদনে আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানানো হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৭, ২০২২ ১৯:০৮ Asia/Dhaka
  • ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত সামরিক যান
    ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত সামরিক যান

ইউক্রেনের ১১টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযান সংক্রান্ত এক প্রতিবেদনে আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়া আরও বলেছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১১টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, দুটি হেলিকপ্টার, ১২টি ড্রোন ও একটি সামরিক গুদাম ধ্বংস করা হয়েছে।

রাশিয়া আরও বলেছে, তাদের হমালায় এ পর্যন্ত ইউক্রেনের ১৮১টি বিমান ও হেলিকপ্টার, ১৭২টি ড্রোন এবং এক হাজার ৩৭৯টি ট্যাংক ও সাজোয়া যান ধ্বংস হয়েছে।

এদিকে, ইউক্রেন দাবি করেছে, এ পর্যন্ত রাশিয়ার ১৪ হাজার সেনা নিহত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২০০ সেনা।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও বলেছে, তাদের পাল্টা হামলায় রাশিয়ার ৪৪৪টি ট্যাংক, এক হাজার ৪৩৫টি সামরিক যান, ৮৬টি বিমান, ১০৮টি হেলিকপ্টার, ১১টি ড্রোন ও ৩টি জাহাজ ধ্বংস হয়েছে।

তবে এতে এও বলা হয়েছে, এই পরিসংখ্যান আনুমানিক এবং উচ্চ মাত্রার লড়াইয়ের কারণে যাচাইকরণ প্রক্রিয়া ছিল জটিল।

এর আগে গত ২ মার্চ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঐ দিন পর্যন্ত তাদের ৪৯৮ জন সেনা নিহত হয়েছেন।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।