রাশিয়াকে অভিযুক্ত না করে নিজেদের ভুল স্বীকার করুন: জাখারোভা
(last modified Sat, 19 Mar 2022 01:02:39 GMT )
মার্চ ১৯, ২০২২ ০৭:০২ Asia/Dhaka
  • মারিয়া জাখারোভা
    মারিয়া জাখারোভা

ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় রাশিয়াকে অভিযুক্ত না করে নিজেদের ভুল স্বীকার করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, টালবাহানা না করে ইরানের ন্যায়সঙ্গত দাবিগুলো মেনে নিন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (শুক্রবার) মস্কোয় বলেছেন, পরমাণু সমঝোতায় রাশিয়ার দেয়া প্রতিশ্রুতি নিয়ে সংশয় সৃষ্টির খেলা তারাই খেলছে যারা তাদের নিজেদের দোষ স্বীকার করতে কুণ্ঠাবোধ করে।আমরা ইরানের বৈধ দাবি-দাওয়াগুলো মেনে নিয় দেশটির সঙ্গে একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।

সম্প্রতি রাশিয়ার পক্ষ থেকে একটি দাবি ওঠার অজুহাত দেখিয়ে ভিয়েনা সংলাপ স্থগিত করে দেয় পাশ্চাত্য। পশ্চিমা দেশগুলো দাবি করে, রাশিয়ার ওপর ইউক্রেনকে নিয়ে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইরানের সঙ্গে ভিয়েনায় চুক্তি হলে দেশটির সঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে রাশিয়া যেন তার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইরানের সঙ্গে লেনদেন করতে অসুবিধার সম্মুখীন না হয়।

রাশিয়া এ ব্যাপারে আমেরিকার কাছ থেকে লিখিত গ্যারান্টি দাবি করে এবং গত সপ্তাহে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ আমেরিকার কাছ থেকে লিখিত গ্যারান্টি পেয়ে গেছে। এরপর ভিয়েনা সংলাপ আবার শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু না হওয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বক্তব্য রাখলেন।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ