পাকিস্তানে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষ
(last modified Thu, 24 Mar 2022 13:01:37 GMT )
মার্চ ২৪, ২০২২ ১৯:০১ Asia/Dhaka
  • পাকিস্তানে ওআইসি\\\'র পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন
    পাকিস্তানে ওআইসি\\\'র পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুসলিম দেশগুলো যে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করছে তা নিয়েই মূলত আলোচনা হয়।

গত তিন মাসের মধ্যে এ নিয়ে পাকিস্তানে ওআইসি’র দ্বিতীয় দফা সম্মেলন অনুষ্ঠিত হলো। গত ডিসেম্বর মাসে আফগানিস্তানের মানবিক সংকট নিয়ে আলোচনার জন্য পাকিস্তানে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে সর্বশেষ এ সম্মেলন ছিল নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ সম্মেলনের উদ্বোধন করেন এবং কাশ্মীর ও ফিলিস্তিনের মুসলমানদের রক্ষার ক্ষেত্রে ওইআইসির ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করেন।

এবারের সম্মেলনের এজেন্ডায় ইউক্রেন ইস্যুও ছিল। ওআইসির মহাসচিব রাজনৈতিক উপায়ে সংকট সামাধানের ওপর জোর দেন। তিনি বলেন, এর ব্যত্যয় ঘটলে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হবে।

ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের দিনেই পাকিস্তান দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানে ওআইসির মন্ত্রীরা অংশ নেন। প্রায় ১০০টি প্রস্তাব গ্রহণের মধ্যদিয়ে দুদিনব্যাপী এ সম্মলন শেষ হয়।#   

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।