যুদ্ধের মধ্যে পদত্যাগ করলেন ইউক্রেনের কৃষিমন্ত্রী
(last modified Thu, 24 Mar 2022 13:05:46 GMT )
মার্চ ২৪, ২০২২ ১৯:০৫ Asia/Dhaka
  • ইউক্রেনের কৃষিমন্ত্রী
    ইউক্রেনের কৃষিমন্ত্রী

রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে ইউক্রেনের কৃষিমন্ত্রী রোমান লেশচেঙ্কো পদত্যাগ করেছেন। ঐ মন্ত্রীর একজন সহযোগী আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তবে এর কারণ সম্পর্কে কিছু জানাননি তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐ সহযোগী বলেছেন, পদত্যাগপত্র গ্রহণ করা হবে কিনা তা নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হবে। আজই তা অনুষ্ঠিত হতে পারে।

ইউক্রেনে রুশ হামলা শুরুর এক মাসের মাথায় রোমান লেশচেঙ্কোর পদত্যাগের খবর এলো। যুদ্ধের কারণে ইউক্রেনে বসন্তে বীজ বপন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কয়েক দিন আগে জানিয়েছিলেন কৃষিমন্ত্রী রোমান লেশচেঙ্কো।

তিনি বলেছিলেন, গত বছরের তুলনায় এই বছর ইউক্রেনে শস্যের আবাদ অর্ধেকে নেমে এসেছে। তিনি জানান, রুশ হামলা শুরুর আগে ইউক্রেন দেড় কোটি হেক্টর জমিতে আবাদের পরিকল্পনা করলেও মাত্র ৭০ লাখ হেক্টর জমিতে আবাদ করা গেছে।

বিশ্বের অন্যতম বড় কৃষি পণ্যের উৎপাদক ও রফতানিকারক দেশ ইউক্রেন। দেশটির কৃষি খাত ক্ষতিগ্রস্ত হওয়ায় গোটা বিশ্বের ওপর এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ