জনমত জরিপ: ইউক্রেনে হামলার পর পুতিনের জনপ্রিয়তা বেড়েছে
https://parstoday.ir/bn/news/world-i105984-জনমত_জরিপ_ইউক্রেনে_হামলার_পর_পুতিনের_জনপ্রিয়তা_বেড়েছে
ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করার পর রাশিয়ার জনগণের মধ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জনপ্রিয়তা বেড়েছে। রাশিয়ার বেসরকারি জনমত জরিপ সংস্থা লুভাদা’র বরাত দিয়ে ফ্রান্স-ভিত্তিক নিউজ চ্যানেল ইউরোনিউজ এ তথ্য জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০১, ২০২২ ১১:১২ Asia/Dhaka
  • জনমত জরিপ: ইউক্রেনে হামলার পর পুতিনের জনপ্রিয়তা বেড়েছে

ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করার পর রাশিয়ার জনগণের মধ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জনপ্রিয়তা বেড়েছে। রাশিয়ার বেসরকারি জনমত জরিপ সংস্থা লুভাদা’র বরাত দিয়ে ফ্রান্স-ভিত্তিক নিউজ চ্যানেল ইউরোনিউজ এ তথ্য জানিয়েছে।

লুভাদার জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, ইউক্রেনে অভিযান চালানোর নির্দেশ দেয়ার আগে ফেব্রুয়ারি মাসের শুরুতে প্রেসিডেন্ট পুতিনের জনপ্রিয়তা ছিল ৭১ শতাংশ যা ইউক্রেন অভিযান শুরুর পর মার্চ মাসে ৮৩ শতাংশে উন্নীত হয়েছে।

এছাড়া, জনমত জরিপে অংশগ্রহণকারী প্রায় ৭০ ভাগ রুশ নাগরিক মনে করেন, প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বে রাশিয়া সঠিক পথে এগুচ্ছে। এর আগের মাসে এই সংখ্যা ছিল মাত্র ৫০ শতাংশ।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোর ঘোষণা দেয়।মস্কো ঘোষণা করে, এই সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয় বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই সামরিক অভিযান চালানো হচ্ছে। তবে ইউরোপীয় ও মার্কিন সংবাদ মাধ্যমগুলো রাশিয়ার এ ঘোষণার একাংশ প্রকাশ করে জানায়, কিয়েভের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে মস্কো।

এরপর রাশিয়ার বিরুদ্ধে তীব্র অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করে পশ্চিমা দেশগুলো।নিষেধাজ্ঞার কারণে রুশ মুদ্রা রুবলের মান পড়ে যাওয়া সত্ত্বেও রাশিয়ার নাগরিকরা যে এখনও পুতিনের ওপরই আস্থা রেখেছেন তা জনমত জরিপে প্রকাশ পেয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।