পেরুতেও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, কারফিউ জারি
https://parstoday.ir/bn/news/world-i106176-পেরুতেও_জ্বালানির_মূল্যবৃদ্ধির_প্রতিবাদে_বিক্ষোভ_কারফিউ_জারি
লাতিন আমেরিকার দেশ পেরুতেও জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে বিক্ষোভে উত্তাল হয়েছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে রাজধানী লিমার কারফিউ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৫, ২০২২ ১৭:৪৮ Asia/Dhaka

লাতিন আমেরিকার দেশ পেরুতেও জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে বিক্ষোভে উত্তাল হয়েছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে রাজধানী লিমার কারফিউ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো।

মঙ্গলবার (৫ এপ্রিল) আন্দোলন দমনে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে রাজধানী লিমায় কারফিউ জারি করেন দেশটির প্রেসিডেন্ট। সোমবার (৪ এপ্রিল) রাত ২টা থেকে মঙ্গলবার মধ্যরাত ১২টা পর্যন্ত ঘরের বাইরে বের হওয়ায় ও কোনো প্রকার জমায়েতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। জানা গেছে, রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে দেশটিতে ঊর্ধ্বগামী জ্বালানির মূল্য। দেশজুড়ে ছড়িয়েছে সরকারবিরোধী অসন্তোষ। প্রতিবাদে গেল ২ সপ্তাহ যাবত বিক্ষোভ করছেন দেশটির সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের রুখতে পুলিশ মোতায়েন করলেও দমানো যায়নি আন্দোলন। নাম প্রকাশ না করার শর্তে এক বিক্ষোভকারী জানান, বিক্ষোভ শুধু লিমায় চলছে এমন না। সমগ্র পেরুতেই বিক্ষোভ হচ্ছে। এদিকে, তেল গ্যাসের উচ্চমূল্যের মাঝেই সম্প্রতি কৃষি সেক্টরে জরুরি পরিস্থিতির কথা জানিয়েছে পেরুর সরকার। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে সার আমদানিতে সঙ্কট সৃষ্টির আশঙ্কা তাদের। খাদ্য, জ্বালানিসহ সকল খাতে দেশটিতে চলমান মূল্যস্ফীতি গেল ২৬ বছরের মধ্যে সর্বোচ্চ।#

পার্সটুডে/আবুসাঈদ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।