রুশ-পন্থি রাজনীতিবিদকে বিনিময়ের প্রস্তাব ইউক্রেনের; মস্কোর ‘না’
https://parstoday.ir/bn/news/world-i106598-রুশ_পন্থি_রাজনীতিবিদকে_বিনিময়ের_প্রস্তাব_ইউক্রেনের_মস্কোর_না’
ইউক্রেনের রুশ-পন্থি ‘পলাতক’ রাজনীতিবিদ ভিক্তোর মেদভেদচুককে গ্রেফতার করার খবর দিয়েছে কিয়েভ। তাকে ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠতম মিত্র বলে দাবি করেছে পশ্চিমা গণমাধ্যমগুলো; যদিও মস্কো সেরকম খবর নাকচ করে দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৪, ২০২২ ০৬:৩৭ Asia/Dhaka
  • সামরিক পোশাক পরা মেদভেদচুকের আটক অবস্থার ছবি প্রকাশ করেছে কিয়েভ
    সামরিক পোশাক পরা মেদভেদচুকের আটক অবস্থার ছবি প্রকাশ করেছে কিয়েভ

ইউক্রেনের রুশ-পন্থি ‘পলাতক’ রাজনীতিবিদ ভিক্তোর মেদভেদচুককে গ্রেফতার করার খবর দিয়েছে কিয়েভ। তাকে ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠতম মিত্র বলে দাবি করেছে পশ্চিমা গণমাধ্যমগুলো; যদিও মস্কো সেরকম খবর নাকচ করে দিয়েছে।

ইউক্রেনের বিশেষ নিরাপত্তা বাহিনী এসবিইউ দাবি করেছে, তারা মেদেভেদচুকেকে ইউক্রেন থেকে বের করে নেয়ার একটি রুশ প্রচেষ্টা নস্যাত করে দিয়েছে। ইউক্রেনে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হতে পারে। তবে ৬৭ বছর বয়সি এই রাজনীতিবিদ রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

মঙ্গলবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতির উদ্দেশে দেয়া টেলিভিশন ভাষণে মেদেভেদচুকের বিনিময়ে রাশিয়ার হাতে আটক ইউক্রেনের বন্দিদের মুক্ত করার প্রস্তাব দিয়েছেন।

তবে রাশিয়া ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, মেদভেদচুক ইউক্রেনের একজন নাগরিক এবং তর সঙ্গে মস্কোর কোনো গোপন সম্পর্ক নেই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছে, “কিয়েভের বিভিন্ন ব্যক্তিত্ব অতি উৎসাহের সঙ্গে যে বন্দি বিনিময়ের কথা বলছে তার জবাবে বলতে চাই, মেদভেদচুক রাশিয়ার কোনো নাগরিক নন এবং চলমান বিশেষ সামরিক অভিযানের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই। তিনি একজন বিদেশি রাজনীতিবিদ মাত্র।”

পেসকভ আরো বলেন, মেদভেদচুক নিজে এ ধরনের বন্দিবিনিময়ের পাত্র হতে চান কিনা সে সম্পর্কে মস্কোর কোনো ধারনা নেই।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।