বাল্টিক অঞ্চলে পরমাণু অস্ত্র মোতায়েনের হুমকি দিল রাশিয়া
(last modified Thu, 14 Apr 2022 12:13:43 GMT )
এপ্রিল ১৪, ২০২২ ১৮:১৩ Asia/Dhaka
  • দিমিত্রি মেদভেদেভ
    দিমিত্রি মেদভেদেভ

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার পরিণতির বিষয়ে ফিনল্যান্ড ও সুইডেনকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ আজ (বৃহস্পতিবার) বলেছেন,  ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিলে রাশিয়া নিজের সীমান্তে নিরাপত্তা জোরদার করতে বাধ্য হবে, এমনকি বাল্টিক অঞ্চলে পরমাণু অস্ত্র মোতায়েনেরও সম্ভাবনা রয়েছে। এর ফলে এই অঞ্চলকে পরমাণু অস্ত্রমুক্ত রাখার প্রতিশ্রুতি বলে আর কিছু থাকবে না।

ফিনল্যান্ড ও সুইডেন শিগগিরই ন্যাটোতে যোগ দিতে পারে বলে ঐ দুই দেশের শীর্ষ নেতারা ইঙ্গিত দেওয়ার পর রাশিয়ার পক্ষ থেকে এ প্রতিক্রিয়া দেখানো হলো।

সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন আগামী জুনেই ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করবেন বলে জানা গেছে। আগামী ২৯-৩০ জুন মাদ্রিদে ন্যাটোর সভায় সুইডেনের আবেদন জমা দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে।

এছাড়া, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন গতকাল সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের সঙ্গে জরুরি সাক্ষাৎ করতে স্টকহোম সফর করেছেন। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে সানা মারিন বলেন, কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত আসবে। #   

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ