একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
(last modified Sun, 29 May 2016 14:19:34 GMT )
মে ২৯, ২০১৬ ২০:১৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক! পত্রপত্রিকার পাতার খবরের কথাবার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ২৯ মে শনিবার ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে পঞ্চম দফার ইউপি নির্বাচনের নানা দিক নিয়ে খবর ছাপা হয়েছে বিশেষ গুরুত্ব দিয়ে। এছাড়া, আরও কিছু বিষয় গুরুত্ব পেয়েছে দৈনিকগুলোর প্রিন্ট ও অনলাইন সংস্করণে। প্রথমেই উল্লেখযোগ্য শিরোনামগুলোর দিকে নজর দিচ্ছি।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম

 ইউপি নির্বাচনে সহিংসতায় নিহত আরও ১০, খেই হারিয়ে ফেলেছে ইসি: প্রথম আলো

 রেকর্ড সহিংসতা দায়সারা ইসি- মানবজমিন

 সিইসির লজ্জায় মরে যাওয়া উচিত- বি. চৌধুরী: নয়াদিগন্ত

 'সাফাদি মিথ্যাবাদী, বিবিসি বাংলাও প্রশ্নবিদ্ধ'- জয়ের ফেসবুক স্ট্যাটাস

 সাফাদির সঙ্গে জয়ের বৈঠক হয়নি এটা বিশ্বাসযোগ্য নয়- রিজভী: কালের কণ্ঠ

 আন্দোলনে ব্যর্থ হয়ে গুপ্তহত্যা চালাচ্ছে- প্রধানমন্ত্রী: যুগান্তর

 শেখ হাসিনা-শিনজো বৈঠক, ৬শ’ কোটি ডলার দেবে জাপান: দৈনিক ইনকিলাব


কোলকাতার বাংলা দৈনিকগুলোর শিরোনাম

 বেনজির অভিযানে দিল্লি, দ. চীন সাগরে ঢুকল চার ভারতীয় যুদ্ধজাহাজ- আনন্দবাজার

 ভোটে কমিশনের ‘অতি সক্রিয়তা’: আইনি লড়াই শুরুর পরিকল্পনা তৃণমূলের- বর্তমান পত্রিকা

 এবার থেকে গঙ্গায় আবর্জনা ফেললে কঠোর শাস্তি! সংবাদ প্রতিদিন

 ললিত মোদিকে ধরতে আবার ইন্টারপোলে যাবে ভারত


পাঠক! ঢাকা ও কোলকাতার বাংলা দৈনিকগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম শুনলেন। এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর কয়েকটি খবর পর্যালোচনা করব।


ইউপি নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

ব্যাপক সহিংসতা ও অনিয়মের মধ্যে অনুষ্ঠিত পঞ্চম দফার নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল বিজয় লাভ করেছেন। এ দফার নির্বাচনে সহিংসতায় ১০ জনের বেশি মানুষ নিহত ও বিভিন্ন কেন্দ্রে কারচুপি হলেও প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ বলেছেন, ভোটের দিন ভোটকেন্দ্র দখল বা জোর করে সিল মারার ঘটনা অনেক কম হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় অবস্থানের কারণে একটিমাত্র ভোটকেন্দ্র ছাড়া কোথাও ভোট গ্রহণের আগের রাতে কেন্দ্রে সিলমারার ঘটনা ঘটেনি। ওই কেন্দ্রের দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

সিইসির বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি বলেছেন, নির্বাচন কমিশন বর্তমান ভোটারবিহীন সরকারের দুঃশাসনকে প্রলম্বিত করারই একটা যন্ত্র হিসেবে কাজ করছে। সংযম ও দায়িত্ব সহকারে দায়িত্ব পালন না করে সরকারের অনুগ্রহজীবী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে এ কমিশন। তারা (নির্বাচন কমিশন) তাদের চাকরি রক্ষার্থে কাজ করছেন, গণতন্ত্র রায় নয়।

অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) লজ্জায় মরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, রকিব উদ্দিন বলেছেন আগামী নির্বাচনে ট্যাংক লাগবে, তার এ বক্তব্যের পর তার পদত্যাগ করা উচিত। ইসিকে মেরুদণ্ডহীন বলেও মন্তব্য করেন তিনি।


সাফাদি-জয় বৈঠক নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ইহুদিবাদি ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির বৈঠকের বিষয়ে গুরুত্ব দিয়ে খবর ছাপা হয়েছে দৈনিকগুলোতে। সজীব ওয়াজেদ জয় আজ রোববার ভোরে জয় তাঁর ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, ‘আমার সাথে সাফাদির কোনো সময়ই সাক্ষাৎ হয়নি, এটা ওয়াশিংটনেও না বা অন্য কোনো জায়গায়ও না। সে মিথ্যা বলছে।’

তবে, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে মেন্দি এন সাফাদি যে কথা বললেন এতে করে জয়ের নীরব থাকাটা দুরভিসন্ধিমূলক নয়? গণমাধ্যমে তাদের বৈঠকের খবর এসেছে, কিন্তু আওয়ামী লীগের নেতারা বলছেন এটা নাটক। ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বৈঠক হয়নি, এটা বিশ্বাসযোগ্য নয় বলে দাবি করেছেন।


‘শেখ হাসিনা-শিনজো বৈঠক: ৬শ’ কোটি ডলার দেবে জাপান’

এই শিরোনামে দৈনিক ইনকিলাবে একটি রিপোর্ট ছাপা হয়েছে। বিস্তারিত খবরে বলা হয়েছে, জাপান বাংলাদেশকে প্রতিশ্রুত ৬শ’ কোটি ডলারের আর্থিক সহায়তা প্রদানের অংশ হিসেবে এ বছর দেড়শ’ কোটি ডলার প্রদানের আশ্বাস প্রদান করেছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, ‘আমাদের সরকার বাংলাদেশকে প্রতিশ্রুত ৬শ’ কোটি ডলার সহযোগিতা প্রদানের অংশ হিসেবে এ বছর দেড়শ’ কোটি ডলার প্রদান করবে।’ জাপানের নাগোয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী এই সহযোগিতা প্রদানের কথা উল্লেখ করেন।


আন্দোলনে ব্যর্থ হয়ে গুপ্তহত্যা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি ও যুদ্ধাপরাধীদের বিচারে বাধা সৃষ্টি করতে বিএনপি-জামায়াত জোট প্রথমে প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখন গুপ্তহত্যা শুরু করেছে। আগুনে পুড়িয়ে মারার আন্দোলনে ব্যর্থ হয়ে তারা বেছে বেছে মানুষ হত্যা করছে। যেন বিদেশে সেনসেশন তৈরি হয়। প্রশ্নের সম্মুখীন হতে হয় বাংলাদেশকে।

রোববার দুপুরে টোকিও’র ইমপেরিয়াল হোটেলের হল রুমে জাপান প্রবাসীদের আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


দ. চীন সাগরে ঢুকল চার ভারতীয় যুদ্ধজাহাজ

দক্ষিণ চীন সাগরে ভারতীয় জাহাজ ঢুকে পড়ার খবর নিয়ে একটি মন্তব্যধর্মী প্রতিবেদন করেছে আনন্দ বাজার। এতে লেখা হয়েছে- ভারসাম্যের নীতি আর বোধ হয় নয়। চীনকে সরাসরি চ্যালেঞ্জ ছোড়ার পথেই এগোল ভারত। ভারতীয় নৌসেনার চারটি যুদ্ধজাহাজ ঢুকে পড়ল দক্ষিণ চীন সাগরে। শনিবার এই ভারতীয় যুদ্ধজাহাজগুলি ওই অঞ্চলে ঢুকেছে। দক্ষিণ চীন সাগরে টহল দেওয়া শুধু নয়, তাকে ঘিরে থাকা বিভিন্ন দেশের বন্দরে গিয়ে নোঙরও করবে ভারতীয় নৌসেনা। ১৮ মে ভারতীয় নৌসেনার এই চার রণতরী রওনা হয় দক্ষিণ চীন সাগরের দিকে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অভিযানকে ‘অপারেশনাল ডেপ্লয়মেন্ট’ বা ‘কার্যকরী মোতায়েন’ আখ্যা দিয়েছে। অর্থাৎ নৌসেনা বুঝিয়ে দিয়েছে দক্ষিণ চীন সাগরে এখন নৌবাহর মোতায়েন করার দরকার রয়েছে বলেই চারটি যুদ্ধজাহাজকে পাঠানো হয়েছে।


নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি যুদ্ধের পথে তৃণমূল!

নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আইনি লড়াই শুরুর পরিকল্পনা সংক্রান্ত খবর ছাপা হয়েছে বর্তমান পত্রিকা ও সংবাদ প্রতিদিন। খবরে বলা হয়েছে- এবার তামিলনাড়ু ও কেরলে বিধানসভা নির্বাচন ছিল একদিনে। অথচ পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন সাতদিন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে। তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪৪ ধারা জারি করে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে যেভাবে ভোট করিয়েছে কমিশন, তাতে বেজায় চটে যান তিনি। তাঁর মতে, কমিশনের বাড়াবাড়ির জন্য বহু মানুষ ভোট দিতে পারেননি। কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষকে হয়রানি করেছে। রাজ্যজুড়ে মস্তানি চালিয়েছে। নির্বাচন কমিশনের ‘অতিসক্রিয়তায়’ অত্যন্ত ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় এবার আইনি লড়াইয়ের কথা ভাবছেন। একই বিষয়ে সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, নির্বাচন মিটে গেলেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ মিটছে না তৃণমূলের। কমিশন কি পশ্চিমবঙ্গের ভোটে নিরপেক্ষ ভূমিকা নিয়েছিল? এই বিতর্ক তুলে এবার জাতীয় স্তরে প্রচারে নামছে বাংলার শাসক দল। এমনকী, বেশ কিছু ঘটনা সামনে এনে আইনি যুদ্ধ করা যায় কি না, তা নিয়েও দলে আলোচনা শুরু হয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯ 

ট্যাগ