পাকিস্তানকে খারাপ পরিণতির জন্য হুঁশিয়ারি দিল তালেবান
https://parstoday.ir/bn/news/world-i106786-পাকিস্তানকে_খারাপ_পরিণতির_জন্য_হুঁশিয়ারি_দিল_তালেবান
আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান রকেট হামলার যে নির্দেশ দিয়েছে তার নিন্দা জানিয়েছে ক্ষমতাসীন তালেবান।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
এপ্রিল ১৭, ২০২২ ১৮:৩৭ Asia/Dhaka
  • তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ
    তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ

আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান রকেট হামলার যে নির্দেশ দিয়েছে তার নিন্দা জানিয়েছে ক্ষমতাসীন তালেবান।

গতকাল (শনিবার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানি পক্ষকে তালেবানের ধৈর্য পরীক্ষা না করার আহ্বান জানিয়ে বলেন, ইসলামাবাদ যেন একটি ভুলের পুনরাবৃত্তি না করে। আবারো যদি রকেট হামলা মতো ভুল করে তাহলে তার জন্য খারাপ পরিণতি বরণ করতে হবে

তিনি বলেন, খোস্ত এবং কুনার প্রদেশের শরণার্থীদের ওপর পাকিস্তান যে রকেট হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা জানাচ্ছে ইসলামী আমিরাত আফগানিস্তান। 

এদিকে, রকেট হামলার প্রতিবাদ জানাতে গতকাল পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেন তালেবান কর্মকর্তারা। পরে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, খোস্ত এবং কুনার প্রদেশসহ আফগান ভূখণ্ডে পাকিস্তানের সামরিক লঙ্ঘন বন্ধ করতে হবে, অন্যথায় সম্পর্কের মারাত্মক অবনতি ঘটবে।

খোস্ত প্রদেশের তালেবানের একজন নেতা জানিয়েছেন, পাকিস্তানি সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে খোস্ত এবং কুনার প্রদেশে বোমা হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, পাকিস্তানি হামলায় ৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন#

পার্সটুডে/এসআইবি/১৭