ইরানে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে ২৯তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী চলছে। ইমাম খোমেনী (রহ.) গ্র্যান্ড প্রেয়ার গ্রাউন্ড বা মোসাল্লায় আয়োজিত এই প্রদর্শনী শুরু হয়েছে ১৬ এপ্রিল থেকে, চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।
এবারের কুরআন প্রদর্শনী উদ্বোধন করেছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ। এ সময় সংস্কৃতি ও ইসলামী দিক-নির্দেশনা মন্ত্রী মোহাম্মাদ মেহদি ইসমাইলিসহ শীর্ষস্থানীয় বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রতিদিন বিকেল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

প্রদর্শনীজুড়েই বিরাজ করছে এক আধ্যাত্মিক পরিবেশ। বিখ্যাত ক্বারি ও হাফেজরা কুরআন তিলাওয়াত করছেন, কুরআন সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন। এই প্রদর্শনীতে রয়েছে শিক্ষা, শিশু-কিশোর, নারী, সেমিনার ও কুরআন বিষয়ক তৎপরতার মত নানা আকর্ষণীয় বিভাগ। এবারের প্রদর্শনীর মূল প্রতিপাদ্য হচ্ছে- কুরআন হচ্ছে আশা ও প্রশান্তির গ্রন্থ।
পবিত্র কুরআন ছাড়াও কুরআন বিষয়ক নানা বই, বিভিন্ন ধরনের আর্ট, সফটওয়্যার, হস্তশিল্প ও ইসলামী পোশাকও প্রদর্শন করা হচ্ছে এই প্রদর্শনীতে।#
পার্সটুডে/এসএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।