তেহরান সফরে রুশ উপ-প্রধানমন্ত্রী: ইরানের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী
(last modified Wed, 25 May 2022 12:02:32 GMT )
মে ২৫, ২০২২ ১৮:০২ Asia/Dhaka
  • রুশ উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক
    রুশ উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী বলেছেন: গত তিন মাসে মস্কো এবং তেহরানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১০ শতাংশ বেড়েছে। আলেকজান্ডার নোভাক বলেন এক বছর আগের তুলনায় এই ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

রাশিয়ার আরআইএ নভোস্তি বার্তা সংস্থা বলেছে আজ (বুধবার) ইরানের রাজধানী তেহরানে ইরান-রাশিয়া যৌথ বাণিজ্য ফোরামে নোভাক ওই বক্তব্য দেন। তিনি আরও বলেন: মস্কো এবং তেহরানের মধ্যে বাণিজ্যিক লেনদেনও গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ।

নোভাক বলেন: ইরানি পণ্য রাশিয়ার বাজারের চাহিদা মেটাতে পারে। রাশিয়ার ওপর আমদানি সংক্রান্ত বিধি-নিষেধ কমানো এবং দু'দেশের মধ্যে আর্থিক সম্পর্কের উন্নয়ন পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে সহায়তা করবে।

Image Caption

রাশিয়ার ওপর প্রতিপক্ষ রাষ্ট্রের কঠোর চাপ প্রয়োগের ঘটনায় দু'দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা বেড়ে গেছে। এ বাস্তবতা উপলব্ধি করেই  রুশ উপ-প্রধানমন্ত্রী বলেন: সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যেই রাশিয়ার রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে গভর্নর, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং নির্মাতাদের সমন্বয়ে একটি বিশাল প্রতিনিধিদল ইরান সফরে এসেছে।

বু'শেহরের পরমাণু বিদ্যুৎ প্রকল্পের মতো ইরানের বৃহৎ প্রকল্পগুলোতে সহযোগিতার মাধ্যমে দু'দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ব্যাপক সুযোগ রয়েছে বলেও নোভাক উল্লেখ করেন। এ ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই দু'দেশের মধ্যকার পারমাণবিক সুসম্পর্ককে এগিয়ে নিয়ে যাবার কথা বলেন নোভাক।

নোভাক বলেন মস্কো ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর (INSTC)'র উন্নয়ন ঘটাতে চায়। আই.এন.এস.টি.সি'র উন্নয়ন ঘটলে রাশিয়া পারস্য উপসাগরের জলসীমায় প্রবেশ করতে পারবে। সেটা সম্ভব হলে এ অঞ্চলে রাশিয়ার সক্রিয় কার্যক্রম বেড়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।