রাশিয়ার সামান্যই বৈদেশিক সম্পদ আটক করতে পেরেছে ইউরোপীয় ইউনিয়ন
(last modified Thu, 26 May 2022 11:26:28 GMT )
মে ২৬, ২০২২ ১৭:২৬ Asia/Dhaka
  • রাশিয়ার আটককৃত সম্পদ (প্রতীকি ছবি)
    রাশিয়ার আটককৃত সম্পদ (প্রতীকি ছবি)

ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার দুই হাজার ৩০০ কোটি ইউরো বা দুই হাজার ৪৫০ কোটি ডলার মূল্যের বৈদেশিক সম্পদ আটক করতে পেরেছে। ইউরোপীয় ইউনিয়নের জাস্টিস কমিশনার দিদিয়ের রেইন্ডার্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

ইউক্রেন সংকট শুরুর প্রথম দিকে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং বৈদেশিক সম্পদ আটক করে। সেসময় ধারণা দেয়া হয়েছিল যে, রাশিয়ার ৩০ হাজার কোটি ডলার মূল্যের সম্পাদ আটক করা হয়েছে কিন্তু রয়টার্সের প্রতিবেদনে থেকে দেখা যাচ্ছে যে, রাশিয়ার বৈদেশিক সম্পদ আটকের পরিমাণ পশ্চিমা দেশগুলোর ধারণার চেয়ে অনেক কম। এর মধ্যে রয়েছে এক হাজার ৬৫০ কোটি ডলার মূল্যের রুশ ব্যবসায়ীদের প্রমোদতরী এবং ভিলা বাড়ি।

প্রথমদিকে রাশিয়া নিশ্চিত করেছিল যে, আন্তর্জাতিক অঙ্গনে তার তিন হাজার কোটি ডলার মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে যার মধ্যে অর্ধেকই হচ্ছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ। এর মধ্যে ১০ হাজার কোটি ডলার মূল্যের সম্পদ আটক করেছে আমেরিকা। বাকি সম্পদ আটক করেছে বিশ্বের অন্যান্য দেশ। কিন্তু বার্তা সংস্থা রয়টার্স এখন নতুন করে এই তথ্য দিল।#

পার্সটুডে/এসআইবি/২৬