তুরস্ক সফরের প্রাক্কালে শাহবাজ:
আফগানিস্তানে অস্থিতিশীল পরিস্থিতির ব্যাপারে শাহবাজ শরিফের হুশিয়ারি
পাকিস্তানের প্রধানমন্ত্রী আফগানিস্তানে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার ব্যাপারে হুশিয়ারি দিয়েছেন। এমন সময় পাক-প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হুশিয়ারি দিলেন যখন গত ১৫ আগস্ট ২০২১ থেকে ক্ষমতায় রয়েছে তালেবান।
গেল কয়েক মাসে আফগানিস্তানে ব্যাপক সন্ত্রাসী হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটছে। ওইসব হামলায় শত শত মানুষ হতাহত হয়েছে। এখন আফগানিস্তান থেকে পার্শ্ববর্তী দেশেও সশস্ত্র হামলার ঘটনা ঘটছে। অবশ্য দায়েশ কোনো কোনো হামলার দায়িত্ব স্বীকার করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আজ তুরস্ক সফরের আগে সংবাদ সংস্থা আনাতোলির সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি আরও বলেন: আফগানিস্তানের অস্থিতিশীল পরিস্থিতি বাইরের দেশেও ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। এই অস্থিতিশীল পরিস্থিতিতে আফগানিস্তান থেকে শরণার্থী কিংবা সন্ত্রাসীদের বেরিয়ে যাওয়া কোনো দেশের জন্যই কল্যাণ বয়ে আনবে না।
পাক নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন: আফগান অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেসব বাস্তবায়নে পাকিস্তান সহায়তা করছে। কেউ যাতে দেশটিকে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করতে না পারে, মেয়েদের এবং মহিলাদের যেন পড়াশোনার অনুমতি দেওয়া হয় এবং সর্বোপরি যেন একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা যায় সে ব্যাপারে সহযোগিতা করছে পাকিস্তান।
শাহবাজ শরিফ আফগানিস্তানের তালেবান সরকার এবং পাকিস্তান এবং পাকিস্তানি তালেবান সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে মধ্যস্থতায় তালেবান সরকারের ভূমিকা সম্পর্কে শাহবাজ শরীফ বলেছেন, "কাবুলের কর্মকর্তারা ইসলামাবাদসহ আন্তর্জাতিক সম্প্রদায় উভয়ের কাছে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, অন্য কোনো দেশে আক্রমণ করার জন্য আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আজ তুরস্ক সফরে যাচ্ছেন।#
পার্সটুডে/এনএম/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।