উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া
https://parstoday.ir/bn/news/world-i108916-উত্তেজনার_মধ্যে_যুক্তরাষ্ট্র_দক্ষিণ_কোরিয়ার_যৌথ_সামরিক_মহড়া
উত্তেজনার মধ্যেই যৌথ সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। সোমবার শুরু হওয়া এ মহড়া চলবে দুই সপ্তাহ।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
জুন ০৭, ২০২২ ১৭:২৬ Asia/Dhaka

উত্তেজনার মধ্যেই যৌথ সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। সোমবার শুরু হওয়া এ মহড়া চলবে দুই সপ্তাহ।

এর আগে পারমাণবিক সক্ষমতা বাড়াতে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এমন পরিস্থিতিতে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বিরাজ করছে। 

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উপদ্বীপে মিত্র দেশ দুইটি কম্পিউটার সিমুলেশনের ভিত্তিতে মহড়া পরিচালনা করবে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, এ মহড়া দুই দেশের সেনাদের যেকোনো অপারেশন পরিচালনার ক্ষেত্রে সক্ষমতা বাড়াবে। এতে যৌথ প্রতিরক্ষা সক্ষমতা আরও সুসংহত হবে বলেও জানান তিনি।#

পার্সটুডে/আবুসাঈদ/০৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।