আমেরিকার দাবার ঘুঁটি না হতে এশিয়ার দেশগুলোর প্রতি চীনের আহ্বান
আমেরিকাসহ বড় শক্তিগুলোর দাবার ঘুঁটি না হতে আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চীন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান কার্যালয়ে আজ (সোমবার) এক ভাষণে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন, এই অঞ্চলের অনেক দেশ একটি পক্ষ নেওয়ার জন্য চাপের মধ্যে রয়েছে। তিনি সরাসরি নাম উচ্চারণ না করলেও ইঙ্গিতে বলতে চেয়েছেন চীন ও আমেরিকার মধ্যে যেকোনো একটি দেশের পক্ষ নিতে ওয়াশিংটন এই অঞ্চলের কোনো কোনো দেশকে চাপের মধ্যে রেখেছে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের এই অঞ্চলকে ভূ-রাজনৈতিক হিসাব-নিকাশ থেকে দূরে রাখা উচিত। আমাদেরকে বড় শক্তির প্রতিদ্বন্দ্বিতা এবং জবরদস্তিতে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার হওয়া থেকেও বিরত থাকা উচিত। আমাদের অঞ্চলের ভবিষ্যৎ আমাদের হাতে থাকাই উচিত’।
তিনি বলেন, আমেরিকা এখন চীনের উন্নয়ন-অগ্রগতি রুখতে তাইওয়ান ইস্যুকে ব্যবহারের পায়তারা করছে। এর পরিণতির বিষয়েও ওয়াশিংটনকে সতর্ক করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী।#
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।