বহিষ্কৃত নারী চাকুরিজীবীদের পুরুষ আত্মীয় পাঠানোর আহ্বান তালেবানের
(last modified Tue, 19 Jul 2022 04:40:46 GMT )
জুলাই ১৯, ২০২২ ১০:৪০ Asia/Dhaka
  • আফগানিস্তানের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে রয়েছে
    আফগানিস্তানের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে রয়েছে

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে বহিষ্কৃত নারী চাকুরিজীবীদেরকে তাদের একজন করে পুরুষ আত্মীয়কে তাদের পোস্টে কাজ করার প্রস্তাব দিয়েছে। বলা হয়েছে, কাজর চাপ বেড়ে যাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান। এরপর তারা প্রতিশ্রুতি দেয়, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তাদের শাসনামলের তুলনায় মানবাধিকার ও নারী অধিকার প্রশ্নে অধিকতর উদারতা দেখানো হবে। কিন্তু আফগানিস্তানের বেশিরভাগ নাগরিক ও আন্তর্জাতিক সমাজ মনে করছে, তালেবান সরকার আফগান নাগরিকদের বিশেষ করে নারীদের অধিকার সীমিত করেছে এবং তারা মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে এবং নারী চাকুরিজীবীদেরকে তাদের কর্মস্থলে ফিরে আসতে বাধা দিচ্ছে।

গত বছরের আগস্টে ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে সরকারি অফিস-আদালতে কর্মরত নারীদের চাকুরি সাময়িক স্থগিত করে তালেবান সরকার। তাদেরকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঘরে অবস্থান করতে বলা হয়।

আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয় থেকে বহিষ্কৃত কয়েকজন নারী চাকুরিজীবী সম্প্রতি লন্ডন থেকে প্রকাশিত দৈনিক গার্ডিয়ানকে জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ফোন করে তাদের কোনো পুরুষ আত্মীয়কে তাদের পোস্টে কাজ করার জন্য পাঠাতে বলা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, মন্ত্রণালয়ের কাজে পরিমাণ বহুগুণে বেড়ে গেছে ফলে নারীর পরিবর্তে এসব কাজ করতে পুরুষ লোক প্রয়োজন।

তালেবান সরকারের অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া, আফগানিস্তানের অন্যান্য মন্ত্রণালয় থেকেও বহিষ্কৃত নারী চাকুরিজীবীদের একই ধরনের প্রস্তাব দেয়া হয়েছে কিনা তাও স্পষ্ট নয়।#

পার্সটুডে/এমএমআই/‌১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।