আমাদেরই তো কত সমস্যা, আবার ইউক্রেনকে কেন সাহায্য: ট্রাম্পের প্রশ্ন
https://parstoday.ir/bn/news/world-i110968-আমাদেরই_তো_কত_সমস্যা_আবার_ইউক্রেনকে_কেন_সাহায্য_ট্রাম্পের_প্রশ্ন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "আমেরিকার নিজেরই তো কত সমস্যা রয়েছে, এর মধ্যে আবার ইউক্রেনকে কেন অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করতে হবে?” তিনি বলেন, ইউরোপের দেশগুলোর উচিত ইউক্রেনকে সাহায্য করা, কারণ আমেরিকার চেয়ে তাদের ওপর ইউক্রেন যুদ্ধের প্রভাব অনেক বেশি পড়বে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৪, ২০২২ ১৮:৩৯ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "আমেরিকার নিজেরই তো কত সমস্যা রয়েছে, এর মধ্যে আবার ইউক্রেনকে কেন অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করতে হবে?” তিনি বলেন, ইউরোপের দেশগুলোর উচিত ইউক্রেনকে সাহায্য করা, কারণ আমেরিকার চেয়ে তাদের ওপর ইউক্রেন যুদ্ধের প্রভাব অনেক বেশি পড়বে।

ফ্লোরিডা অঙ্গারাজ্যের টাম্পাতে স্টুডেন্ট অ্যাকশন সামিটে বক্তৃতা করার সময় ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। এ সময় তিনি তার ক্ষমতার ময়াদকালে ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলোকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের জিডিপি’র শতকরা দুই ভাগ অর্থ ব্যয় করতে বাধ্য করেছিলেন- সে কথা উল্লেখ করেন। ট্রাম্প বলেন, তিনি ক্ষমতায় আসার আগে আমেরিকার কাছ থেকে ইউরোপ সুবিধা আদায় করত; ইউক্রেনের ঘটনাবলীতে এখন আবার তাই শুরু হয়েছে।

ট্রাম্প বলেন, “আমরা এ পর্যন্ত ইউক্রেনকে ছয় হাজার কোটি ডলারের বেশি দিয়েছি। ঠিক আছে, ইউক্রেনের ঘটনা অবশ্যই ইউরোপের ওপর বেশি প্রভাব ফেলছে; তাহলে তারা এর সামান্য একটা অংশ দিক।”

ট্রাম্প বলেন, তিনি যদি এখন ক্ষমতায় থাকতেন তাহলে এসব হতে দিতেন না। কিন্তু আমেরিকা এখন অনেক বেশি অর্থ দিচ্ছে এবং তারা এটা করছে আনন্দের সাথে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমাদের ৩৫ ট্রিলিয়ন ঋণ রয়েছে। আমাদের নানা সমস্যা রয়েছে।” এ সময় তিনি মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট এবং অন্যান্য সমস্যার কথা তুলে ধরেন।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।