শিখ মন্দিরে হামলার জের
হিন্দু ও শিখ সম্প্রদায়ের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করবে তালেবান
-
গতকাল (সোমবার) মোল্লা আব্দুল ওয়াসি হিন্দু ও শিখ সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন।
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান মন্ত্রিসভার দপ্তর প্রধান মোল্লা আব্দুল ওয়াসি বলেছেন, তার দেশে বসবাসরত হিন্দু ও শিখ ধর্মাবলম্বীদের মন্দিরগুলোসহ তাদের প্রাণ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি এমন সময় এ নিশ্চয়তা দিলেন যখন গত মাসে রাজধানী কাবুলের একটি শিখ মন্দিরে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের হামলায় বেশ কয়েকজন শিখ ধর্মাবলম্বী হতাহত হন।
ওই হামলার জের ধরে ভারত আফগানিস্তানের শিখ ও হিন্দু ধর্মাবলম্বীদের জন্য জরুরি ভিসা সেবা চালু করে এবং ওই দুই ধর্মের বেশ কিছু মানুষ আফগানিস্তান ত্যাগ করে ভারতে পাড়ি জমান।
এ অবস্থায় গতকাল (সোমবার) মোল্লা আব্দুল ওয়াসি হিন্দু ও শিখ সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি এই দুই সম্প্রদায়ের মানুষকে আফগানিস্তান ত্যাগ না করার আহ্বান জানিয়ে বলেন, তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে তালেবান সরকার।
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান মন্ত্রিসভার দপ্তর প্রধান বলেন, হিন্দু ও শিখসহ সকল আফগান নাগরিকের আফগানিস্তানে স্বাধীনভাবে বসবাস করার অধিকার রয়েছে। কাজেই সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মালের নিরাপত্তা রক্ষা করা হবে। সাম্প্রতিক সময়ে যেসব হিন্দু ও শিখ আফগানিস্তান ত্যাগ করে ভারতে চলে গেছেন তাদেরকে নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান আব্দুল ওয়াসি।#
পার্সটুডে/এমএমআই/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।