ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল ম্যানিলাও
(last modified Wed, 27 Jul 2022 11:42:15 GMT )
জুলাই ২৭, ২০২২ ১৭:৪২ Asia/Dhaka

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইনের লুজান দ্বীপ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, আজ বুধবারের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পে দেশটির উত্তরাঞ্চলের একটি প্রদেশে একটি হাসপাতাল ও একাধিক ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূকম্পন অনুভূত হয়েছে রাজধানী ম্যানিলায়ও।

ভূমিকম্পে এখন পর্যন্ত ৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শক্তিশালী এ ভূমিকম্পের উৎপত্তিস্থল লুজান দ্বীপের দোলোরেস শহর থেকে ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। সেখানে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ফিলিপাইনের কর্মকর্তারা বলেছেন, ভূমিকম্পে আংশিক ধসে যাওয়ার পর আবা প্রদেশের একটি হাসপাতাল খালি করা হয়। তবে সেখানে কেউ হতাহত হননি।

গভর্নর জয় বার্নোস ধসে যাওয়া আবা প্রাদেশিক হাসপাতালের কিছু ছবি পোস্ট করেছেন ফেসবুকে। সেসব ছবিতে দেখা যায়, হাসপাতালের মূল ফটকের সামনে বড় একটি গর্ত তৈরি হয়েছে। অন্যান্য ছবিতে হাসপাতালের বাইরে হাসপাতালের কর্মীদের ও বিছানাপত্র পড়ে থাকতে দেখা যায়। একটি বিছানায় রোগীও ছিলেন।

প্রদেশটির লাগানজিলাং শহরের মেয়র রোভলিন ভিলামোর বলেন, ‘আমাদের এখানে এখনো ভূমিকম্প-পরবর্তী কম্পন অনুভূত হচ্ছে। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানতে পেরেছি। তবে এখনো কেউ হতাহত হয়নি। আমাদের এখানে এখন বিদ্যুৎ-সংযোগ নেই। ঝুঁকি বিবেচনায় স্বয়ংক্রিয়ভাবেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।’ রাজধানী ম্যানিলায়ও ভূকম্পন অনুভূত হয়েছে। সেখানে একাধিক ভবন থেকে লোকজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। শঙ্কিত কিছু মানুষ একটি ভবনের ৩০ তলা থেকে পালাতে বাধ্য হন। ভূমিকম্পে আতঙ্কিত মানুষের ছোটাছুটিতে শহরটির মেট্রোরেলে উঠতে মানুষের ভিড় লেগে যায়।#

পার্সটুডে/আবুসাঈদ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ