চীনে গ্যাস সরবরাহ বাড়িয়েছে রাশিয়া
(last modified Tue, 02 Aug 2022 10:09:38 GMT )
আগস্ট ০২, ২০২২ ১৬:০৯ Asia/Dhaka
  • চীনে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাড়িয়েছে রাশিয়া
    চীনে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাড়িয়েছে রাশিয়া

পাওয়ার অব সাইবেরিয়া পাইপ লাইন দিয়ে চীনে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাড়িয়েছে রাশিয়া। রাশিয়ার প্রধান গ্যাস কোম্পানি গ্যাযপ্রম গতকাল (সোমবার) টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত বছরের একই সময়ের চেয়ে চীনে গ্যাসের রপ্তানি বেড়েছে ৬০.৯ ভাগ। বিশেষ করে জুলাই মাসে চুক্তির চেয়েও প্রতিদিন বেশি গ্যাস সরবরাহ করা হয়েছে। গ্যাযপ্রম বলছে, ঐতিহাসিক চুক্তির চেয়ে প্রতিদিন প্রায় তিন গুণ বেশি গ্যাস সরবরাহ করা হয়।

কমনওয়েলথ অফ ইনডিপেন্ডেন্ট স্টেটসের বাইরের দেশগুলোতে সে তুলনায় গ্যাস সরবরাহ শতকরা ৩৪.৭ ভাগ কমানো হয়েছে। তবে ক্রেতা দেশগুলোর অনুরোধ অনুসারেই গ্যাসের সরবরাহ করা হচ্ছে বলে দাবি করেছে গ্যাযপ্রম।

প্রাথমিক তথ্য অনুসারে- চলতি ২০২২ সালের প্রথম সাত মাসে বৈশ্বিক চাহিদা অনুসারে প্রায় ৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস কম রপ্তানি হয়েছে। ইউক্রেনের সাথে রাশিয়ার সংঘাত, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা এবং রাশিয়ার পাল্টে নিষেধাজ্ঞার কারণে গ্যাসের এই রপ্তানি ঘাটতি দেখা দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২

ট্যাগ