তাইওয়ানকে অবরুদ্ধ করে ফেলার পরিকল্পনা নিয়েছে চীন: তাইপের অভিযোগ
(last modified Wed, 03 Aug 2022 09:22:11 GMT )
আগস্ট ০৩, ২০২২ ১৫:২২ Asia/Dhaka
  • চীনা যুদ্ধজাহাজ
    চীনা যুদ্ধজাহাজ

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা অভিযোগ করেছেন যে, চীন সমুদ্র ও আকাশ পথে স্বসাশিত এই দ্বীপ রাষ্ট্রে আগ্রাসন চালানোর পায়তারা করছে। চীন কয়েক দফা টার্গেটেড মিলিটারি অপারেশন চালানোর ঘোষণা দেয়ার পর তাইওয়ান এই অভিযোগ করল।

তাইওয়ানের সামরিক কর্মকর্তারা আজ বুধবার দাবি করেন, তাইওয়ানের চারপাশে বেশ কয়েকটি বিশেষায়িত জোনে চীন তাজা গুলির মহড়া চালানোর পরিকল্পনা করেছে। এ সপ্তাহের শেষের দিকে তাইওয়ানের সীমানার মধ্যে চীন কয়েকটি সামরিক মহড়া চালানোর চিন্তা করছে।

ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের তথ্য অনুসারে, তাইওয়ানের কর্মকর্তারা বেইজিংয়ের বিরুদ্ধে জাতিসংঘের আইন ভঙ্গ করার অভিযোগ এনেছেন। তারা বলছেন, চীন যেভাবে তাইওয়ানের চারপাশে মহড়া চালানোর পরিকল্পনা নিয়েছে তাতে কার্যত তাইওয়ানের আকাশ এবং সমুদ্রসীমা অবরুদ্ধ করে ফেলা হচ্ছে।

তাইওয়ান এবং এর জনগণের ওপর মনস্তাত্ত্বিক যুদ্ধ চাপিয়ে দেয়ার জন্য বেইজিংকে অভিযুক্ত করে তাইপে তার জাতীয় নিরাপত্তা রক্ষার অঙ্গীকার করেছে।

তাইওয়ানের সামরিক প্রস্তুতিও সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তবে তারা যুদ্ধ চায় না বলে জানিয়েছে।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি চীনের আপত্তি এবং হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ান সফরে যাওয়ার পর চীন তাইওয়ানের আশপাশে সামরিক মহড়া শুরু করেছে।#

পার্সটুডে/এসআইবি/৩

ট্যাগ