ইরানের সদিচ্ছা আছে কিনা তা ভিয়েনায় প্রমাণিত হবে: ম্যালি
https://parstoday.ir/bn/news/world-i111444
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হতে যাচ্ছে তখন আমেরিকা ইরানের ওপর চাপ সৃষ্টি করে তেহরানের কাছ থেকে ছাড় আদায়ের ক্ষেত্র প্রস্তুতের চেষ্টা করছে। আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি বলেছেন, আসন্ন আলোচনায় একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইরানের সদিচ্ছা আছে কিনা তা প্রমাণ হবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ০৪, ২০২২ ০৬:১৩ Asia/Dhaka
  • আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি
    আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হতে যাচ্ছে তখন আমেরিকা ইরানের ওপর চাপ সৃষ্টি করে তেহরানের কাছ থেকে ছাড় আদায়ের ক্ষেত্র প্রস্তুতের চেষ্টা করছে। আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি বলেছেন, আসন্ন আলোচনায় একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইরানের সদিচ্ছা আছে কিনা তা প্রমাণ হবে।

ভিয়েনায় আবার ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শুরু হতে যাচ্ছে বলে বুধবার রাতে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরির নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিগগিরই ভিয়েনার উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবে।

ওদিকে ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি পরোক্ষভাবে ভিয়েনা সংলাপে যোগ দেয়ার উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগের প্রাক্কালে তার অফিসিয়াল টুইটার পেজে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল যে প্রস্তাবনা তৈরি করেছেন তা নিয়ে আলোচনা করতে আমরা ভিয়েনা যাচ্ছি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

তিনি দাবি করেন, ওয়াশিংটন সর্বোচ্চ সদিচ্ছা প্রদর্শন করে ভিয়েনায় একটি চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে। তিনি জনমতকে বিভ্রান্ত করে ইরানের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে আরো বলেন, ইরানও আমেরিকার মতো সদিচ্ছা প্রদর্শন করতে প্রস্তুত কিনা তা শিগগিরই প্রমাণিত হবে।

তবে এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান সম্প্রতি এক বক্তব্যে বলেন, একটি ভালো, শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে ইরানের সদিচ্ছার ব্যাপারে কেউ যেন সংশয় প্রকাশ না করে। তিনি আরো বলেন, আমেরিকা বাস্তবদর্শী ও আন্তরিক হলে একটি চুক্তিতে উপনীত হওয়া কঠিন কোনো কাজ হবে না।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।