আগ্রাসনের জন্য প্রস্তুতি নিচ্ছে চীন: তাইওয়ান
https://parstoday.ir/bn/news/world-i111676
সামরিক আগ্রাসনের প্রস্তুতি জন্যই তাইওয়ানের চারপাশ জুড়ে বিশাল মহড়া চালাচ্ছে চীন। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ আজ (মঙ্গলবার) এই অভিযোগ করেছেন। স্বশাসিত তাইওয়ানের রাজধানী তাইপেতে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ০৯, ২০২২ ১৬:৫৩ Asia/Dhaka
  • চীনের সামরিক মহড়ায় বিমানের অংশগ্রহণ
    চীনের সামরিক মহড়ায় বিমানের অংশগ্রহণ

সামরিক আগ্রাসনের প্রস্তুতি জন্যই তাইওয়ানের চারপাশ জুড়ে বিশাল মহড়া চালাচ্ছে চীন। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ আজ (মঙ্গলবার) এই অভিযোগ করেছেন। স্বশাসিত তাইওয়ানের রাজধানী তাইপেতে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

জোসেফ উ জোর দিয়ে বলেন, তাইওয়ানের জনগণের মনোবল দুর্বল করতে চীন বিশালাকারের সামরিক মহড়া চালাচ্ছে এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, সাইবার হামলা চালাচ্ছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে তাইওয়ানের চারপাশে ছয়টি এলাকায় এই সামরিক মহড়া শুরু করেছে চীন। রোববার মহড়া শেষ হওয়ার কথা থাকলেও সোমবার তা অব্যাহত ছিল।

এ সম্পর্কে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সোমবারেও তাইওয়ান প্রণালীতে চীন মহড়া চালিয়েছে। তিনি বলেন, চীনের আসল উদ্দেশ্য হচ্ছে তাইওয়ান প্রণালী এবং পুরো অঞ্চলের বর্তমান মর্যাদা বদলে দেয়া। 

চীনের সামরিক মহড়াকে তার দেশের অধিকারের চরম লংঘন বলে মন্তব্য করেন। চীন সামরিক মহড়া শুরু করার পর তাইওয়ানও আত্মরক্ষার মহড়া চালিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৯