আফগান কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ৯/১১’র ভিক্টিম পরিবার ব্যবহার করতে পারে না
(last modified Sat, 27 Aug 2022 13:02:28 GMT )
আগস্ট ২৭, ২০২২ ১৯:০২ Asia/Dhaka
  • নিউ ইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্রে ৯/১১\'র হামলা
    নিউ ইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্রে ৯/১১\'র হামলা

আমেরিকার নিউ ইয়র্ক শহরের ম্যানহাটন আদলতের একজন ম্যাজিস্ট্রেট বলেছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় যে সন্ত্রাসী হামলা হয়েছিল তার ভিক্টিম পরিবারগুলো আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের আটক করা সম্পদ ব্যবহার করতে পারেনা। এটি শুধু আমেরিকার প্রেসিডেন্ট ব্যবহার করতে পারেন।

বিচারক সারা নেটবার্ন বলেন, তালেবান হামলার ভিক্টিম পরিবারগুলো বহু বছর ধরে ন্যায়বিচার, জবাবদিহিতা এবং ক্ষতিপূরণের জন্য লড়াই করছে। কিন্তু তারা কোনোভাবেই আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ব্যবহার করতে পারে না। আইনেও তার সীমাবদ্ধতা আরোপ করা আছে।

বিচারক আরো বলেন, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ব্যবহারের অনুমতি দেয়ার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতের সীমাবদ্ধতা রয়েছে।

নাইন ইলেভেন হামলার ভিকটিম পরিবারগুলো কয়েকটি গ্রুপে ভাগ হয়ে তাদের দাবি আদায়ের চেষ্টা করছে। সন্ত্রাসী গাষ্ঠী আল-কায়েদার বিরুদ্ধে পরিবারগুলো আদালতকে ব্যবহার করে ক্ষতিপূরণের অর্থ হাতিয়ে নিতে চায়।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ