আগস্ট ২৭, ২০২২ ২০:০৭ Asia/Dhaka
  • রিচার্ড ব্ল্যাক
    রিচার্ড ব্ল্যাক

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা স্বীকার করেছেন, শান্তি কিংবা যুদ্ধের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ইউক্রেনের কোনো ভূমিকা নেই।

সিদ্ধান্ত নেয়ার অধিকার ওয়াশিংটনের হাতে। দোনেস্ক এবং লুহানেস্কের আবেদনের পরিপ্রেক্ষিতে রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনের হামলার মোকাবেলায় বিশেষ অভিযান চালায়। শুরু থেকেই রাশিয়া বলে আসছে ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা চালানো হবে না। ইউক্রেন দখলেরও কোনো ইচ্ছে রাশিয়ার নেই। তারা কেবল নাৎসীবাদের অপসারণ এবং নিরস্ত্রিকরণ করতে চায় ইউক্রেনকে। পক্ষান্তরে ইউরোপসহ পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকা রাশিয়ার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করে। সেইসঙ্গে কিয়েভকে ভারি অস্ত্রের চালান দিয়ে সাহায্য করে। আমেরিকা কখনোই ইউক্রেন যুদ্ধ থামাতে এগিয়ে আসে নি বরং তারা যুদ্ধের আগুনে ঘি ঢেলেছে।

ইরনা জানিয়েছে মার্কিন সাবেক এই প্রতিরক্ষা কর্মকর্তা এক্সিকিউটিভ ইন্টেলিজেন্স রিভিউ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন: ইউক্রেনের কতজন সেনা, নারী-শিশু কিংবা বেসামরিক মানুষ মারা গেল, ন্যাটো এবং আমেরিকা তা থোড়াই কেয়ার করে। তিনি বলেন: 'যুদ্ধ আমাদের কাছে ফুটবল ম্যাচের মতো। আমাদেরও টিম আছে তাদেরও টিম আছে। আমরা চাই সবচেয়ে বেশি সুবিধা নিতে'।#

পার্সটুডে/এনএম/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ