সেপ্টেম্বর ০২, ২০২২ ০৭:২৭ Asia/Dhaka
  • গ্রোসি সাংবাদিকদের বলেছেন, “তারা যা দেখার দেখেছেন এবং স্পষ্ট ব্যাখ্যা শুনেছেন।”
    গ্রোসি সাংবাদিকদের বলেছেন, “তারা যা দেখার দেখেছেন এবং স্পষ্ট ব্যাখ্যা শুনেছেন।”

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র একটি পরিদর্শক দল রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের বহুল আলোচিত পরমাণু স্থাপনা জাপোরিঝিয়ায় প্রবেশ করেছে। আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির নেতৃত্বাধীন দলটি বৃহস্পতিবার প্রাথমিক পরিদর্শন কাজ সম্পন্ন করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া এবং মার্চ মাসের গোড়ার দিকেই পরমাণু স্থাপনাটি রুশ সেনাদের নিয়ন্ত্রণে চলে যায়।তখন থেকে এটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে যদিও ইউক্রেনের সেনারা এটি পুনরুদ্ধারের লক্ষ্যে প্রায়ই সেখানে হামলা চালাচ্ছে।

সাম্প্রতিক সময়ে ইউরোপের সর্ববৃহৎ এই পরমাণু স্থাপনায় গোলাবর্ষণ করার জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দোষারোপ করেছে। হামলায় স্থাপনাটির কতখানি ক্ষতি হয়েছে এবং এর ফলে এটির নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে কিনা তা দেখতেই মূলত আইএইএ’র প্রতিনিধিদলটি সেখানে গেছে।

বৃস্পতিবার রাফায়েল গ্রোসির নেতৃত্বাধীন দলটি জাপোরিঝিয়ায় প্রবেশ করে

বৃহস্পতিবারের পরিদর্শন শেষে রাফায়েল গ্রোসি সাংবাদিকদের বলেছেন, “তারা যা দেখার দেখেছেন এবং স্পষ্ট ব্যাখ্যা শুনেছেন।” কয়েকজন পরিদর্শক জাপোরিঝিয়া স্থাপনা ত্যাগ করেছেন বলে কোনো কোনো সূত্র খবর দিলেও রাশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, এখনো আইএইএ’র বহু পরিদর্শক স্থাপনাটিতে অবস্থান করছেন।

বৃহস্পতিবার পরমাণু স্থাপনাটির আশপাশে ইউক্রেনের সেনাবাহিনীর হামলার কারণে আইএইএ’র পরিদর্শকরা কিছুটা দেরিতে পরিদর্শন কাজ শুরু করেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আইএইএ’র দলটি জাপোরিঝিয়া পরমাণু স্থাপনার ব্যাপারে নিরপেক্ষ প্রতিবেদন দেবে বলে মস্কো আশা করছে।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ