আলবেনিয়া কেন ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল?
(last modified Wed, 07 Sep 2022 14:08:30 GMT )
সেপ্টেম্বর ০৭, ২০২২ ২০:০৮ Asia/Dhaka
  • আলবেনিয়ার পতাকা (বামে) ও ইরানের পতাকা (ডানে)
    আলবেনিয়ার পতাকা (বামে) ও ইরানের পতাকা (ডানে)

সন্ত্রাসবাদের মদদদাতা আলবেনিয়া ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আজ (বুধবার) আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা এই সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। ইরানবিরোধী হাজার হাজার সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছে আলবেনিয়ার সরকার।

ইরান প্রথম থেকেই আলবেনিয়ার এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে আসছিল। এই গোষ্ঠীর সন্ত্রাসীদের হামলায় এ পর্যন্ত ইরানের হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা বলেছেন, ইরানের পক্ষ থেকে আলবেনিয়ায় সাইবার হামলা চালানো হয়েছে। এ কারণেই সম্পর্ক ছিন্ন করা হয়েছে বলে তিনি ভিত্তিহীন দাবি করেন। এদি রামা ইরানের কূটনীতিক এবং দূতাবাসের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছেন।

এর আগে মিথ্যা অভিযোগে সেদেশে নিযুক্ত রাষ্ট্রদূত গোলাম হোসেইন মোহাম্মাদনিয়াসহ দুইজন ইরানি কূটনীতিককে বহিষ্কার করেছিল আলবেনিয়ার সরকার। তখন তারা বলেছিল, দুই ইরানি কূটনীতিক আলবেনিয়ার নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করে তুলছে। এরপর থেকেই সম্পর্ক চার্জ দ্যা অ্যাফেয়ার্স পর্যায়ে নেমে এসেছিল।

ইরানের ইসলামি সরকার ব্যবস্থার বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত 'মুজাহেদিনে খালক' বা এমকেও গোষ্ঠীকে আশ্রয় দিয়েছে আলবেনিয়ার সরকার। সেদেশে এই গোষ্ঠীর কয়েক হাজার সদস্য আশ্রয় পেয়েছে।

২০১৩ সালে আমেরিকার চাপের মুখে দুই হাজারের বেশি সন্ত্রাসীকে আশ্রয় দেয় আলবেনিয়া। এর আগে এসব সন্ত্রাসী ইরাকের আশ্রয়ে ছিল।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।