পরমাণু আলোচনা মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ওপর নির্ভরশীল করা হয়েছে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i113506-পরমাণু_আলোচনা_মার্কিন_মধ্যবর্তী_নির্বাচনের_ওপর_নির্ভরশীল_করা_হয়েছে_রাশিয়া
রাশিয়ার একজন শীর্ষ পর্যায়ের কূটনীতিক বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা আমেরিকা অনেক বেশি মধ্যবর্তী নির্বাচনের ওপরে নির্ভরশীল করে ফেলেছে। আগামী নির্বাচন নভেম্বর মাসে ওই নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০২২ ১৯:৪৪ Asia/Dhaka
  • ভিয়েনায় পরমাণু আলোচনা
    ভিয়েনায় পরমাণু আলোচনা

রাশিয়ার একজন শীর্ষ পর্যায়ের কূটনীতিক বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা আমেরিকা অনেক বেশি মধ্যবর্তী নির্বাচনের ওপরে নির্ভরশীল করে ফেলেছে। আগামী নির্বাচন নভেম্বর মাসে ওই নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ তে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উইলিয়ানভ গতকাল সোমবার একথা বলেছেন।

অস্ট্রিয়ার রাজধানীর ভিয়েনায় এক বছরের বেশি সময় ধরে যে পরমাণু আলোচনা চলছে তাতে উলিয়ানভ রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

তিনি বলেন, পরমাণু সমঝোতা পুনর্বহালের ব্যাপারে ব্যর্থতার জন্য সমস্ত দোষ ইরানকে দেয়া মোটেই ঠিক হবে না, এটি অন্যায়। বরং ভিয়েনা আলোচনা বেশ কিছু বিষয়ের ওপরে নির্ভরশীল হয়ে পড়েছে। এই আলোচনা এখন আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল করে ফেলেছে ওয়াশিংটন।

নিউইয়র্কে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয় প্রধান জোসেপ বোরেল বলেছেন, গত কয়েক সপ্তাহে পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনায় তিনি কোনো অগ্রগতি দেখছেন না। বোরেলের এই মন্তব্যের পর মিখাইল উলিয়ানভ এ সমস্ত কথা বললেন।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।