বিমানে করে আফগানিস্তানে ওষুধ পাঠাল ইরান; আহতদের স্থানান্তর
(last modified Wed, 05 Oct 2022 10:38:17 GMT )
অক্টোবর ০৫, ২০২২ ১৬:৩৮ Asia/Dhaka
  • বিমানে করে আফগানিস্তানে ওষুধ পাঠাল ইরান; আহতদের স্থানান্তর

আফগানিস্তানে বিমানে করে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এ তথ্য জানিয়েছেন ইরানের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কৌমি।

গত শুক্রবার কাবুলের পশ্চিম অংশে একটি শিক্ষা কেন্দ্রে বোমা বিস্ফোরণে ৫৩ জন নিহত ও ১১০ জন আহত হন। এই ঘটনার পরপরই আফগানিস্তানকে সহযোগিতা করার ঘোষণা দেয় ইরান।

শুক্রবারের সন্ত্রাসী হামলায় আহত কয়েক জন আফগানকে ইরানে এনে চিকিৎসা দেওয়ার কথাও জানান ইরানের বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কৌমি। তিনি আরও বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সব সময় আফগানিস্তানের পাশে রয়েছে।ইসলামি নীতির ভিত্তিতে ইরান মানবিক সহযোগিতা অব্যাহত রাখবে।

হতাহতদের পরিবারের প্রতি আবারও শোক ও সমবেদনা জানান কৌমি।

আফগানিস্তান বিষয়ক ইরানি প্রতিনিধি এর আগে ঐ দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।# 

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ