ইউক্রেনের কার্যকলাপকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে তুলনা করা যায়: রাশিয়া
(last modified Wed, 12 Oct 2022 01:59:43 GMT )
অক্টোবর ১২, ২০২২ ০৭:৫৯ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
    রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

ইউক্রেনের কার্যকলাপকে বড় বড় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতার সঙ্গে তুলনা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেন সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করার জন্য বহু বছর যাবত পশ্চিমাদের অর্থ, অস্ত্র এবং রাজনৈতিক ও গোয়েন্দা পৃষ্ঠপোষকতাকে ব্যবহার করছে।

জাখারোভা আরো বলেন, [রাশিয়া থেকে ক্রিমিয়া যাওয়ার একমাত্র সেতুতে] ইউক্রেনের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা কোনো ব্যতিক্রমী ঘটনা নয় বরং এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া যা দেশটি গত কয়েক দশক ধরে অনুসরণ করে আসছে।

গত শনিবার রাশিয়া থেকে ক্রিমিয়া উপত্যকায় যাওয়ার একমাত্র সেতুতে হামলার ফলে আগুন ধরে যায়

গত শনিবার রাশিয়া থেকে ক্রিমিয়া উপত্যকায় যাওয়ার একমাত্র সেতুতে হামলার ফলে আগুন ধরে যায় এবং এ ঘটনায় অন্তত তিনজন নিহত হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ হামলাকে ‘সন্ত্রাসী তৎপরতা’ আখ্যায়িত করে বলেছেন, ইউক্রেনের বিশেষ নিরাপত্তা বাহিনী এ হামলা চালিয়েছে।

২০১৪ সালে ক্রিমিয়া উপত্যকায় অনুষ্ঠিত এক গণভোটের জের ধরে উপত্যকাটিকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করেন প্রেসিডেন্ট পুতিন। এ ঘটনায় কিয়েভসহ তার পশ্চিমা মিত্ররা ক্ষুব্ধ হলেও মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া অন্য কোনো ব্যবস্থা নিতে পারেনি। চলতি বছরের গোড়ার দিকে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করলে ইউক্রেন ক্রিমিয়া উপত্যকা পুনরুদ্ধার করার হুমকি দিয়েছিল।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ