অস্ট্রেলিয়ায় পরমাণু বোমারু বিমান মোতায়েন করবে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i115230-অস্ট্রেলিয়ায়_পরমাণু_বোমারু_বিমান_মোতায়েন_করবে_আমেরিকা
মার্কিন সামরিক বাহিনী নতুন পরিকল্পনার আওতায় অস্ট্রেলিয়ায় বি-৫২ বোমারু বিমান মোতায়েন করবে। এ বিমান পরমাণু বোমা বহনে সক্ষম। এছাড়া, অস্ট্রেলিয়ার উত্তর অংশকে মার্কিন সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ বিমান কেন্দ্র বানানোর পরিকল্পনা নিয়েছে ওয়াশিংটন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ৩১, ২০২২ ১৮:১৯ Asia/Dhaka
  • বি-৫২ বোমারু বিমানকে প্রহরা দিচ্ছে এফ-১৬ জঙ্গিবিমান (ফাইল ফটো)
    বি-৫২ বোমারু বিমানকে প্রহরা দিচ্ছে এফ-১৬ জঙ্গিবিমান (ফাইল ফটো)

মার্কিন সামরিক বাহিনী নতুন পরিকল্পনার আওতায় অস্ট্রেলিয়ায় বি-৫২ বোমারু বিমান মোতায়েন করবে। এ বিমান পরমাণু বোমা বহনে সক্ষম। এছাড়া, অস্ট্রেলিয়ার উত্তর অংশকে মার্কিন সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ বিমান কেন্দ্র বানানোর পরিকল্পনা নিয়েছে ওয়াশিংটন।

চীনের সঙ্গে যখন আমেরিকার মারাত্মক রকমের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা চলছে তখন ওয়াশিংটন এই উদ্যোগ নিচ্ছে। মার্কিন গণমাধ্যমে এবিসি নিউজ ও বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

পেন্টাগন সেখানে এক স্কয়াড্রোন বিমান অপারেশনের মতো জায়গা চায় যার মধ্যে বিমানের একটি রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং পর্যাপ্ত পার্কিং এরিয়া থাকবে যাতে ছয়টি বি-৫২ বিমান রাখা যায়। রাজকীয় অস্ট্রেলিয়ান বিমান বাহিনীর তিন্দাল ঘাঁটিতে আমেরিকা এই বিমান কেন্দ্র বানাতে আগ্রহী।

মার্কিন বিমানের জন্য এই ঘাঁটি প্রতিষ্ঠা করতে ১০ কোটি ডলারের বেশি খরচ হবে এবং ২০২৬ সাল নাগাদ এর কাজ শেষ হবে। কৌশলগত এই স্থাপনায় মার্কিন সেনাদের জন্য ১৫ দিনের প্রশিক্ষণ মহড়ার ব্যবস্থা রাখা হবে।

এবিসি নিউজ এবং রয়টার্সের খবরে বলা হয়েছে, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ধিত মাত্রার সামরিক সহযোগিতার আওতায় এই বিমানকেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। বিষয়টি নিয়ে গত বছর আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মন্ত্রী পর্যায়ে বৈঠকে আলোচনা হয় এবং তখন দুই পক্ষ এ বিষয়ে একমত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩১