আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার‍ লক্ষ্যবস্তুতে হামলার মহড়া চালালো উ. কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i115584-আমেরিকা_ও_দক্ষিণ_কোরিয়ার_লক্ষ্যবস্তুতে_হামলার_মহড়া_চালালো_উ._কোরিয়া
উত্তর কোরিয়া জানিয়েছে, দেশের সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার মহড়া চালিয়েছে। সম্প্রতি এই দুই দেশ যৌথভাবে যে বিমান মহড়া চালিয়েছে তার জবাব হিসেবে উত্তর কোরিয়া শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানার মহড়া চালায়।
(last modified 2025-09-21T15:53:49+00:00 )
নভেম্বর ০৭, ২০২২ ২০:৩২ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ
    উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

উত্তর কোরিয়া জানিয়েছে, দেশের সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার মহড়া চালিয়েছে। সম্প্রতি এই দুই দেশ যৌথভাবে যে বিমান মহড়া চালিয়েছে তার জবাব হিসেবে উত্তর কোরিয়া শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানার মহড়া চালায়।

এর আগে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা ছয় দিনব্যাপী ভিজিল্যান্ট স্টর্ম নামে যৌথ বিমান মহড়া চালায় যা শনিবার শেষ হয়েছে। মার্কিন সেনারা এ মহড়াকে নজিরবিহীন বলে আখ্যা দিয়েছে।

উত্তর কোরিয়ার সামরিক বাহিনী আজ সোমবার দক্ষিণ কোরিয়া ও আমেরিকার ওই মহড়াকে প্রকাশ্য উসকানি বলে উল্লেখ করেছে।

উত্তর কোরিয়ার সামরিক বাহিনী আরো জানিয়েছে, যৌথ মহড়ার জবাব হিসেবে তারা শত্রুর বিমানঘাঁটি এবং যুদ্ধবিমানে আঘাত হানার মহড়া চালিয়েছে। এছাড়া, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মহড়ার সময় পিয়ইয়ং লাগাতার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।#

পার্সটুডে/এসআইবি/৭