একনজরে বাংলাদেশ ও ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরাখবর
(last modified Thu, 09 Jun 2016 13:38:16 GMT )
জুন ০৯, ২০১৬ ১৯:৩৮ Asia/Dhaka

পাঠক! পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ৯ জুন বৃহস্পতিবার ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবর দিয়ে আজকের আসর সাজিয়েছি।

প্রথমেই ঢাকার দৈনিকগুলোর প্রিন্ট ও অনলাইন সংস্করণের গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর দিকে নজর দিচ্ছি। পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার বিষয়ে দৈনিক যুগান্তরের শিরোনাম-

 মিতু হত্যা সরাসরি দেখেছেন মাইক্রোচালক-সিএমপি কমিশনার

 মিতু হত্যা তদন্তে বলার মতো কিছু নেই- পুলিশ : প্রথম আলো

 গুপ্তহত্যার অনেক তথ্য আছে আমার কাছে- প্রধানমন্ত্রী : বাংলাদেশ প্রতিদিন

 প্রধানমন্ত্রীর বক্তব্য জঙ্গিবাদকে রেহাই দেওয়ার শামিল- ফখরুল: সমকাল

 ভয়ের দেশ প্রমাণে টার্গেট হত্যাকাণ্ড- আশরাফুল: কালেরকণ্ঠ

 রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ছাড়পত্র দেয়া হয়নি: পরিবেশমন্ত্রী- নয়াদিগন্ত

 ঢাকায় প্রধানমন্ত্রীর বিমান অবতরণের বিলম্ব, তদন্তে ৩ কমিটি- মানবজমিন

ভারতের বাংলা দৈনিকগুলোর কয়েকটি শিরোনাম

 মোদিতে মাতোয়ারা মার্কিন কংগ্রেস: আনন্দবাজার

 ভারত-মার্কিন নতুন দলিল গোপনই রইল- গণশক্তি

 লক্ষ্য লাল দুর্গ ভাঙা, আগামী মাসেই ত্রিপুরা যাচ্ছেন মমতা : বর্তমান পত্রিকা

 ভিয়েতনামকে ক্ষেপণাস্ত্র দেবে ভারত!‌- দৈনিক আজকাল

 এবং কারও চাকরি না যাওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর- সংবাদ প্রতিদিন

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের দিকে নজর দিচ্ছি।

গুপ্তহত্যার অনেক তথ্য আছে আমার কাছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গুপ্তহত্যা ও টার্গেট কিলিং সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, “গত কয়েক মাস ধরে দেশে যেসব গুপ্তহত্যা হয়েছে তার সঙ্গে বিএনপি ও জামায়াত কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে। গুপ্তহত্যার বিষয়ে আমার কাছে অনেক তথ্য আছে। একটি বিষয় ভুলে গেলে চলবে না, আমি হেড অব দ্য গভর্নমেন্ট। সরকার প্রধান হিসেবেই বিভিন্ন সংস্থার তথ্য আমার কাছে আসে। তদন্তের স্বার্থে সবকিছু বলতে পারি না। তবে গুপ্তহত্যাকারী ও সন্ত্রাসীদের ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এদের কেউ ছাড় পাবে না।” এ খবরটি বাংলাদেশ প্রতিদিনসহ সবগুলো দৈনিকে ছাপা হয়েছে।

‘ক্ষমতাসীনদের ইঙ্গিতেই গুপ্তহত্যা চলছে’: ইত্তেফাক

সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবারের সংবাদ সম্মেলেনের বক্তব্যকে জঙ্গিবাদকে রেহাই দেওয়ার শামিল বলে মনে করছে বিএনপি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, “বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্য উস্কানিদানকারী, অনভিপ্রেত, অগ্রহণযোগ্য। এই বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বিরোধী এবং সুস্থ রাজনৈতিক পরিবেশ বিপন্নকারী।”

অন্যদিকে, আজ বেলা ১২টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, 'রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাসীনদের ইঙ্গিতেই সাম্প্রতিক গুপ্তহত্যা চলছে।'

মিতু হত্যা সরাসরি দেখেছেন মাইক্রোচালক-যুগান্তর

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যাকাণ্ড সম্পর্কে চট্টগ্রামের অতিরিক্তি পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্যের প্রেস ব্রিফিংয়ের খবর প্রকাশিত হয়েছে অধিকাংশ দৈনিকের অনলাইন সংস্করণে।

দৈনিক যুগান্তর লিখেছে- বৃহস্পতিবার দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্তি পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেছেন, পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা সরাসরি দেখেছেন মাইক্রোবাসচালক জানে আলম। মাইক্রোবাসসহ আটক হওয়ার পর তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মাইক্রোবাসচালক জানে আলম কেন ওই সময়ে ঘটনাস্থল জিইসি মোড়ে গিয়েছিলেন, এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কিনা এ বিষয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিদেশি মদদপুষ্ট হয়েই মিতুকে হত্যা : মনিরুল

চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় বিদেশি জড়িত থাকার কথা জানিয়েছেন কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেছেন, বিদেশি মদদপুষ্ট হয়েই তাকে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খবরটি কালেরকণ্ঠে প্রকাশিত হয়েছে।

ভয়ের দেশ প্রমাণে টার্গেট হত্যাকাণ্ড : আশরাফুল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জনমনে আতঙ্ক সৃষ্টি আর বাংলাদেশ ভয়ের দেশ- এটা প্রমাণ করতেই টার্গেট হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। সরকার এদের দমনে দিন-রাত কাজ করছে। কারণ, বাংলাদেশ ভয়ের দেশ না। আমরা সাহসী জাতি। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। দু-একটি খুন করে বাংলার মানুষের মনে ভয় ধরানো যাবে না।

আজ দুপুরে সাভারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।

‘বাংলাদেশ ‘চুরিতে’কেন পিছিয়ে থাকবে?’: প্রথম আলো

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের একটি বক্তব্য নিয়ে সম্পাদকীয় ছেপেছে প্রথম আলো। গত মঙ্গলবার জাতীয় সংসদে ব্যাংক ও আর্থিক খাতের মঞ্জুরি দাবির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর সঙ্গে একমত পোষণ করে বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতের কিছু কিছু ক্ষেত্রে যে লুটপাট হয়েছে, সেটা শুধু পুকুর চুরি নয়, সাগর চুরি।

এ খবরটি তুলে ধরে প্রথম আলোর যুগ্ম-সম্পাদক সোহরাব হাসান লিখেছেন, ‘অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোজাসাপ্টা কথা বলেন। এমনকি সেটি নিজের বা সরকারের বিপক্ষে গেলেও তিনি সত্য বলতে কুণ্ঠিত নন। কিন্তু যে প্রশ্নটি এখানে বড় হয়ে দেখা দিয়েছে, সেটি হলো ব্যাংক ও আর্থিক খাতে অনিয়ম-দুর্নীতির কথা স্বীকার করলেই অর্থমন্ত্রী বা সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় কি না? কখনোই নয়। অর্থমন্ত্রী মহোদয় কিংবা সরকারের দায়িত্ব সেই অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে ব্যাংক ও আর্থিক খাতকে সঠিক পথে পরিচালিত করা।

পাঠক, এবার কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের অংশবিশেষ তুলে ধরছি।

মোদীতে মাতোয়ারা মার্কিন কংগ্রেস: আনন্দবাজার

মার্কিন কংগ্রেসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আনন্দবাজারে। এতে লেখা হয়েছে, এক সময়ে যে দেশের ভিসা পাননি, সে দেশের আইনসভার যৌথ অধিবেশন মাতিয়ে দিলেন নরেন্দ্র দামোদরদাস মোদী।

প্রতিবেদনে আরও লেখা হয়েছে, মার্কিন কংগ্রেসে এ দিন মোদীর বক্তৃতা জুড়ে ছিল ভারত-মার্কিন সম্পর্কের গভীরতার বার্তা। মোদী বোঝাতে চেয়েছেন, আমেরিকা আর ভারত সব অর্থেই ‘স্বাভাবিক মিত্র’। কারণ, দু’দেশের সম্পর্কের শিকড় রয়েছে গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতার মতো আদর্শে।

ভিয়েতনামকে ক্ষেপণাস্ত্র বিক্রি করবে ভারত! আজকাল

ভিয়েতনামকে ক্ষেপণাস্ত্র বিক্রি করবে ভারত! বিক্রি করবে একটি যুদ্ধ জাহাজও। এ ব্যাপারে ভিয়েতনামের বিদেশমন্ত্রী ফাম বিন মিনের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। এবছরের শেষেই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা যাবে বলে আশা। ২০১১ সালেই ভারতের থেকে থেকে ক্ষেপণাস্ত্র কিনতে চেয়েছিল ভিয়েতনাম। কিন্তু চীনের হম্বিতম্বির সামনে এগোতে সাহস পায়নি ইউ পি এ সরকার। পরিস্থিতি বদলায় ২০১৪ সালে সরকার বদলের পর। আমেরিকা, জাপান ও ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষাগত সম্পর্ক উন্নত করতে বিভিন্ন উদ্যোগ শুরু হয়। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দৈনিক আজকালে।

কারও চাকরি না যাওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর- সংবাদ প্রতিদিন

রাজ্য সরকারি পরিবহণ নিগমের কোনও কর্মীর চাকরি যাবে না বলে আশ্বাস দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে রাজ্যের তিন সরকারি পরিবহণ নিগমকে এক করে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের উন্নয়ন প্রক্রিয়াকে অব্যাহত রাখতে ও ভর্তূকি ব্যয় কমাতে এই তিন নিগমকে এক করে দেওয়ার সিদ্ধান্ত। তবে এজন্য তিন নিগমের কোনও কর্মীর চাকরি যাওয়ার প্রশ্নই নেই। - এটি সংবাদ প্রতিদিনের খবর।

পার্সটুডে/আশরাফুর রহমান/৯

 

ট্যাগ