আটকে রাখা রাশিয়ান সারের প্রথম চালান ছেড়ে দিল ইউরোপীয় ইউনিয়ন
https://parstoday.ir/bn/news/world-i115790-আটকে_রাখা_রাশিয়ান_সারের_প্রথম_চালান_ছেড়ে_দিল_ইউরোপীয়_ইউনিয়ন
ইউরোপের বন্দরে আটক রাশিয়ার সারবাহী একটি কার্গো জাহাজকে আফ্রিকার  উদ্দেশ্যে রওনা করার অনুমতি দিয়েছে ইউরোপী
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ১২, ২০২২ ১৯:০৩ Asia/Dhaka
  • আটকে রাখা রাশিয়ান সারের প্রথম চালান ছেড়ে দিল ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপের বন্দরে আটক রাশিয়ার সারবাহী একটি কার্গো জাহাজকে আফ্রিকার  উদ্দেশ্যে রওনা করার অনুমতি দিয়েছে ইউরোপী

 ইউনিয়ন। বর্তমানে জাহাজটি বিশ হাজার টন সার নিয়ে নেদারল্যান্ডের রোটেরডাম বন্দরে অবস্থান করছে।

গতকাল (শুক্রবার) জাতিসংঘ ঘোষণা করেছে যে, আফ্রিকার দেশ মালাভির উদ্দেশ্যে জাহাজটিকে রওয়ানা করার অনুমতি দিয়েছে নেদারল্যান্ড। আফ্রিকার দরিদ্র দেশ মালাভিকে এই ২০ হাজার টন সার রাশিয়া অনুদান হিসেবে দিয়েছে।

পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া কৃষিপণ্য রপ্তানিতে বাধাগ্রস্ত হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য জাতিসংঘ যে চেষ্টা চালাচ্ছে, তাতে রাশিয়া অব্যাহতভাবে অসন্তুষ্টি প্রকাশ করে আসছে।

জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনে খাদ্যশস্য রপ্তানির ব্যাপারে রাশিয়া যে সম্মতি দিয়েছিল সেই সময় রাশিয়ার কৃষি পণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রি করার জন্য জাতিসংঘের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু প্রতিশ্রুতি মতো জুলাই মাসের মধ্যে রাশিয়ার জন্য আন্তর্জাতিক বাজার উন্মুক্ত করতে পারেনি বিশ্ব সংস্থাটি।#

পার্সটুডে/এসআইবি/১২