রাশিয়া একাই তার শত্রুদের নিশ্চিহ্ন করে দিতে সক্ষম: মেদভেদেভ
https://parstoday.ir/bn/news/world-i115842-রাশিয়া_একাই_তার_শত্রুদের_নিশ্চিহ্ন_করে_দিতে_সক্ষম_মেদভেদেভ
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিরুদ্ধে রাশিয়া একাই রুখে দাঁড়িয়েছে এবং মস্কো একাই তার শত্রুদেরকে নিশ্চিহ্ন করে দিতে সক্ষম।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৩, ২০২২ ২০:১৩ Asia/Dhaka
  • দিমিত্রি মেদভেদেভ
    দিমিত্রি মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিরুদ্ধে রাশিয়া একাই রুখে দাঁড়িয়েছে এবং মস্কো একাই তার শত্রুদেরকে নিশ্চিহ্ন করে দিতে সক্ষম।

তিনি বলেন, রাশিয়া একাই ন্যাটো এবং পশ্চিমা জগতের বিরুদ্ধে লড়াই করছে। গতকাল (শনিবার) টেলিগ্রাম চ্যানেলে এসব কথা লিখেছেন।

সাবেক এ প্রেসিডেন্ট বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ইউনাইটেড রাশিয়া দলের নেতা।

মেদভেদেভ ইনস্টাগ্রামে দেয়া পোস্টে আরো লিখেছেন, “রাশিয়া এখনো তার অস্ত্র ভাণ্ডারের সব ধরনের অস্ত্র ব্যবহার করেনি এবং শত্রুর সম্ভাব্য সব লক্ষ্যবস্তুতে আঘাত করেনি। সবকিছুর জন্য এখনো সময় পড়ে রয়েছে।“

তিনি দাবি করেন আগামী দিনের বিশ্ব ব্যবস্থা গঠনের কাজ করছে রাশিয়া। এই ন্যায় সঙ্গত বিশ্ব ব্যবস্থা গঠিত হবে।#

পার্সটুডে/এসআইবি/১৩